কলকাতা : শনিদেবকে 'ন্যায়ের' দেবতা মনে করা হয়। শনিদেবকে অনেকেই ভয় পান। কিন্তু শনিদেব কোনো কারণ ছাড়া কাউকে হয়রান করেন না বা শাস্তি দেন না। এই প্রতিবেদন আমরা তিন ভাগ্যবান তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে জানব যাঁরা সর্বদা শনিদেবের আশীর্বাদ পান। এই তিথিতে জন্মগ্রহণকারী মানুষদের শনিদেব খুব পছন্দ করেন।


যাঁরা ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মগ্রহণ করেন তাঁদের মাথায় সবসময় শনিদেবের হাত থাকে। এর কারণ হল, শনিদেবের প্রিয় সংখ্যা- ৮। সেই কারণেই সংখ্যাতত্ত্ব অনুসারে, আপনার জন্ম তারিখের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আপনার সংখ্যাটি শনিদেবের প্রিয় কি না। ১ এবং ৭ যোগ করলে ৮ হয়, একইভাবে ২৬-এর ২ এবং ৬ যোগ করলে ৮ হয়, তাই এই তারিখটিও শনির প্রিয়। তাই এই তিন তারিখে জন্মগ্রহণকারীর উপর শনিদেব তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন।


৮ নম্বরের অধিপতি হলেন শনিদেব। তাই ৮ নম্বরকে শনিদেবের সংখ্যা বলা হয়। এই কারণে এই সংখ্যার লোকেরা তাঁদের ভাগ্যের চেয়ে কর্মে বেশি বিশ্বাস করেন। শনিদেবও কর্ম অনুসারে ফল দেন। তাই এই তারিখে জন্মগ্রহণকারী মানুষদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে।


৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্বভাব কেমন হয় ?



  • ৮ তারিখে জন্মগ্রহণকারী মানুষদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। তাঁরা আর্থিকভাবে ভাল জীবনযাপন করেন।

  • এঁরা ৩০ বছর বয়সে আরও উন্নতি করেন।

  • এঁরা উচ্চ চিন্তাধারার অধিকারী হন।

  • সরল জীবনযাপন করতে ভালবাসেন।

  • নিজের কথা নিজের কাছেই রাখতে পছন্দ করেন।


প্রসঙ্গত, জ্যোতিষশাস্ত্রে শনিদেব ঈশ্বরের কাছে কর্মফলের দাতা এবং ন্যায়ের অধিপতি। শনিদেব শতভিষা নক্ষত্র ছেড়ে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন ৬ এপ্রিল বিকাল ৩:৫৫ মিনিটে। শনিদেব ৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত এই রাশিতে থাকবেন। কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন করতে চলেছে শনি গ্রহ। এই তালিকায় আছে- মেষ রাশি, বৃষ রাশি ও মকর রাশি।


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।