কলকাতা : জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশির নিজ নিজ দোষ-গুণের কথা বলা আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশির প্রভাব সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিত্বে পড়ে। এমন কয়েকটি রাশির কথা বলা হয়েছে যাদের মন অনেক বড় হয় এবং কারো সঙ্গেই শত্রুতা রাখে না। এরা খুব তাড়াতাড়ি অন্যদের ক্ষমা করে দিতে পারে । জেনে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
কর্কট রাশি (Cancer Horoscope)- কর্কট রাশির অধিপতি চন্দ্র যাকে 'মনের কারক' বলে মনে করা হয়। এই রাশির লোকেরা খুব আবেগপ্রবণ হয়। আশপাশের লোকদের খুব যত্ন নেয়। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। এরা মনে কোনও শত্রুতা রাখে না। অন্যের ভুল ক্ষমা করার গুণ থাকে।
সিংহ রাশি (Leo Horoscope)- এই রাশির অধিপতি সূর্য। এরা সবকিছু খুব স্পষ্ট রাখতে পছন্দ করে। একবার কোনও কিছু করব ভেবে নিলে সেটা শেষ করেই ছাড়ে। এরা পুরনো কথা খুব সহজেই ভুলে যেতে পারে। যদি কেউ এদের আঘাত করে তাহলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে ক্ষমা করার গুণও রয়েছে। এদের একটি বড় হৃদয় আছে এবং এরা ভুলের জন্য মানুষকে ক্ষমা করে এবং জীবনে এগিয়ে যায়।
তুলা রাশি (Libra Horoscope)- তুলা রাশির ওপর শনির প্রভাব থাকে। এরা ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ, উভয় পক্ষের কথা শোনে এবং ন্যায্য সিদ্ধান্ত নেয়। কোনও সম্পর্র টানাপোড়েন এবং নেতিবাচকতা পছন্দ করেন না এবং দ্রুত ক্ষমা গ্রহণ করেন। তুলা রাশির লোকেরা বিশ্বাস করে যে ক্ষমা শান্তি এবং সম্প্রীতির পথ।
মীন রাশি (Pisces Horoscope)- এই রাশি বৃহস্পতির অধীন। এই রাশির জাতক জাতিকারা উচ্চস্বরের জন্য পরিচিত কিন্তু মনের দিক থেকে এরা খুব পরিচ্ছন্ন হন। এদের মনে কারো প্রতি কোনও বিদ্বেষ থাকে না। কেউ এদের আঘাত করলে এরা তা ভুলে যায় এবং এগিয়ে যায়। মীন রাশির লোকেরা কখনও অতীত নিয়ে পড়ে থাকে না এবং সর্বদা নতুন করে শুরু করে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে