কলকাতা : শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা যিনি প্রত্যেককে তাঁর কর্ম অনুসারে ফল দেন। যাঁরা শনিদেবের আশীর্বাদ পান, তাঁরা জীবনে অনেক উন্নতি করেন। শনি সাড়ে সাতি এবং শনি ধাইয়ায় বিভ্রান্ত মানুষকে জীবনে অনেক ঝামেলা পোহাতে হয়। জ্যোতিষ শাস্ত্রে, শনিদেবকে শান্ত রাখার জন্য অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে। শনিবার অশ্বত্থ-গাছ সংক্রান্ত কিছু প্রতিকার করলে সাড়ে সাতির অশুভ প্রভাব কমে যায়। 


অশ্বত্থ-গাছ সংক্রান্ত প্রতিকার-


হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। শাস্ত্র মতে, এই গাছে সমস্ত দেব-দেবী ও পূর্বপুরুষের বাস। এই গাছ বিশেষ করে শনিকে শান্ত করার জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। শনিবার অশ্বত্থ গাছের পুজো করলে শনিদেব প্রসন্ন হন।


প্রতি শনিবার অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। এই প্রতিকার করলে শনি সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রতিকার অশুভ গ্রহ থেকেও মুক্তি দেয়।


ব্রহ্ম পুরাণ অনুসারে, শনিবার শুধু অশ্বত্থ গাছ স্পর্শ করলেই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যায়। এই দিনে অশ্বত্থ গাছকে দুই হাতে স্পর্শ করুন এবং এর শিকড়ে জল অর্পণ করুন। এটি শনির ঝামেলা থেকে মুক্তি দেয়।


শনিবার সকালে অশ্বত্থ গাছে গুড় মিশ্রিত জল নিবেদন করুন এবং ধূপ জ্বালিয়ে সাতবার প্রদক্ষিণ করুন। এমনটা মনে করা হয় যে, সন্ধেয় অশ্বত্থ গাছের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে এই গাছের অদৃশ্য শক্তির সাহায্য মেলে।


রাশিতে শনি দোষ থাকলে প্রতি শনিবার অশ্বত্থ গাছের পুজো করুন। এতে ঘরের অশুভ প্রভাব দূর হয়। শনির সাড়ে সাতি ও ধৈর্যের অশুভ প্রভাব দূর করতে প্রতি শনিবার এই গাছের পুজো করা সেরা সমাধান বলে মনে করা হয়। পশ্চিমমুখী অশ্বত্থ গাছে জল নিবেদন করলে শনি দোষ শান্ত হয়।


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।