নয়াদিল্লি : ২২ জানুয়ারি। রাম মন্দিরে রামলালার অভিষেক। আসলে দিনটি এতটাই শুভ যে অনেকেই শুভ কোনও কাজ করার জন্য দিনটিকে বেছে নিচ্ছে। অনেকে নিজের সন্তান জন্ম দেওয়ার জন্যও দিনটি বেছে নিচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক,এই বিশেষ দিনে শুভ সময় সম্পর্কে। 


ভগবান শ্রী রাম জির অভিষেকের সময় হবে ১২ টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২ টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে। এই দিনের বিশেষত্ব হল সূর্যর উত্তরায়ণ চলবে। মহাভারতে  উত্তরায়ণের সূচনাতেই  পিতামহ ভীষ্ম স্বেচ্ছামৃত্যু বরণ করেছিলেন। 


২২ তারিখ ওই মুহূর্তে,



  • রাশি হবে মেষ

  • নক্ষত্র মৃগাশিরা  

  • থাকবে ইন্দ্রযোগ থাকবে

  • এছাড়া থাকবে অভিজিৎ মুহূর্ত, যা  অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

    কেউ যদি কোনও শুভ কাজ সম্পন্ন করার জন্য ঠিক দিন খুঁজে না পান, তাহলে বেছে নিন এই অভিজিৎ মুহূর্ত। জেনে নেওয়া যাক এই দিনের গ্রহের অবস্থান সম্পর্কে। 


-মেষ রাশির ঊর্ধ্বে থাকবে বৃহস্পতি
- চন্দ্র থাকবে বৃষে
- ষষ্ঠ ঘরে কেতু
- নবম ঘরে মঙ্গল বুধ ও শুক্র থাকবে
- দশম ঘরে সূর্য থাকবে 
- শনি থাকবে  একাদশ ঘরে 
 - রাহু থাকবে দ্বাদশ ঘরে  


এই দিনে  ভগবান রামের প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যার মন্দিরে। এদিন যে কেউ নিজের বাড়িতেও ঈশ্বরের প্রতিষ্ঠা করতে পারেন। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন। গৃহদেবতার আরাধনা করতে পারেন। 


এই সময়ে যদি কোনও ব্যক্তির জন্ম হয় তবে তার ভবিষ্যত খুব উজ্জ্বল হবে। তিনি একজন জ্ঞানী দার্শনিক, আইনবিদ এবং সমাজে উচ্চ মর্যাদার ব্যক্তি হয়ে উঠতে পারেন  এবং সারা জীবন অভাব থাকবে না তাঁর। আজাবন সুখী হওয়ার সম্ভাবনা থাকবে।তাই অনেকেই এই দিনটি সন্তান জন্ম দেওয়ার জন্য বেছে নিচ্ছেন।   


এক নজরে দেখে নিন অযোধ্যার পুজো পাঠে সম্পূর্ণ কর্মসূচি  






 


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন : 


প্রাণপ্রতিষ্ঠা ২২শে জানুয়ারি, আজ থেকে অযোধ্যায় শুরু পূজন বিধি, জেনে নিন সম্পূর্ণ পুজো-সূচি