বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চার শেষ নেই। অনেকেরই দাবি, এই দৃষ্টিহীন ভবিষ্যৎদ্রষ্টার বহু পূর্বাভাসই মিলে গিয়েছে বাস্তবের সঙ্গে। যেমন হালআমলে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি থেকে প্রাকৃতিক বিপর্যয়, সবই মিলে গিয়েছে নাকি। এমনকী কোভিড অতিমারী নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী আলোচনায় ছিল। এবার চর্চায় তাঁর করা এক ভয়াবহ ভবিষ্যদ্বাণী। পৃথিবীর ধ্বংসকাল নিয়ে নানা আলোটনা হচ্ছে বহুদিন ধরেই। এবার সামনে আসছে বুলগেরিয়ার বাবা ভাঙ্গার ভবিষ্যৎ-কথা।
তিনি নাকি বলেছিলেনন, ৫০৭৯ সাল পৃথিবীর অন্তিমকাল। বাবা ভাঙ্গা তাঁর জীবদ্দশায় অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সত্যি হয়েছে। এর মধ্যে ৯/১১ হামলা, করোনা অতিমারী, ২০২৫ সালের ভয়াবহ ভূমিকম্প ইত্যাদি অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি সরাসরি নয়, বরং লিখিত রয়েছে ধাঁধার মতো করে। আজও বিশ্বজুড়ে রহস্যের ভাণ্ডার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি। তাঁর করা ভবিষ্যদ্বাণী ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আলোচনার কেন্দ্রে।
বাবা ভাঙ্গার পূর্বাভাসের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও অনেক ঘটনা তাঁর বক্তব্যের সাথে মিলে যায় বলে দাবি অনেকের। উদাহরণস্বরূপ, তিনি রাজকুমারী ডায়ানার মৃত্যু এবং চিনের শক্তিবৃদ্ধির কথা বলেছিলেন, যা সত্যি হয়েছে। বাবা ভাঙ্গা এও ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০২৫ সালে মানবতার পতনের সূচনা হবে।
বাবা ভাঙ্গা ২০২৫ সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছেন, সেগুলি হল
বিধ্বংসী ভূমিকম্প হবে। ইউরোপে বড় যুদ্ধ লাগতে পারে, যার ফলে জনসংখ্যা ভয়াবহভাবে কমতে পারে। বিশ্বব্যাপী অর্থনীতিতে ধস নামবে। অনেক দেশকে মন্দার মুখে পড়তে হবে। মানব সভ্যতার পতনের সূচনা হবে। অবশেষে ৫০৭৯ সালে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এই পৃথিবী।
মায়ানমারে ভূমিকম্প এবং ভাঙ্গার সতর্কতা২০২৫ সালের শুরুতেই মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এটি আবারও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও কোনও আনুষ্ঠানিক রেকর্ড এই ভূমিকম্পকে তাঁর ভবিষ্যদ্বাণীর সাথে যুক্ত করার নিশ্চয়তা দেয় না, তবে সময় এবং ঘটনার মিল অনেককে ভাবতে বাধ্য করে।
বাবা ভাঙ্গার প্রধান ভবিষ্যদ্বাণীবছর ভবিষ্যদ্বাণী২০২৫ : ইউরোপে বড় যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং মানবতার পতন।২০২৮ : মানুষ শুক্র গ্রহে শক্তির উৎস খুঁজবে।২০৩৩ : মেরু অঞ্চলের বরফ গলার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে।২০৭৬ : বিশ্বজুড়ে আবার কমিউনিজম ছড়িয়ে পড়বে।২১৩০ : মানুষ এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।২১৭০ : পৃথিবীতে ভয়াবহ খরা পড়বে।৩০০৫ : পৃথিবী এবং মঙ্গলের সভ্যতার মধ্যে যুদ্ধ হবে।
( সবটাই সোশ্যাল মিডিয়ার তথ্য, মানুষের বিশ্বাস ও দাবির ভিত্তিতে লেখা। এই তথ্য এবিপি আনন্দ সুনিশ্চিত করে না।)