বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী এখন চর্চার কেন্দ্রে। এই জ্যোতিষশাস্ত্রবিদ অন্ধ ছিলেন। কিন্তু তাঁর দূরদৃষ্টি ছিল সাঙ্ঘাতিক। বলা হয়, তিনি ২০২৫ সাল সম্পর্কেও অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। কখনও তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন, কখনও কখনও পৃথিবীর শেষ সম্পর্কে। পৃথিবীর খারাপ সময় সম্পর্কে এখন অনেক রকম কথাই আলোচনায়। বাবা ভাঙ্গার বিভিন্ন কথাতেই নাকি লুকিয়ে থাকত সঙ্কেত। আর এই সব সঙ্কেত থেকেই বের করে নিতে হত ভবিষ্যতের কথা। এই সময় বাবা ভাঙ্গার পাশাপিশ চর্চায় রয়েছে জাপানের এক ভবিষ্যৎদ্রষ্টার কথা। তাঁর নাম রিও তাতসুকি। তাঁর ভবিষ্যদ্বাণীও এখন চর্চায়। তাঁর গণনা বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পৃথিবীতে এমন কিছু ঘটবে, যা অনেক কিছুই ওলটপালট করে দিতে পারে।
এই রিও তাতসুকিকে জাপানি বাবা ভাঙ্গা বলা হয়। তিনি, ভবিষ্যদ্বাণী করেছিলেন, ৫ জুলাই এন একটি বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, যার অভিঘাত ভয়াবহ। এই ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষও উদ্বিগ্ন। অনেকেই মনে করছেন ওই ভবিষ্যৎদ্রষ্টার বক্তব্য অনুসারে, সত্যি-সত্যিই বড় বিপর্যয় আসতে পারে। জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর সময়টায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাপানে ফ্লাইট বুকিং কমেছে। সূত্রের খবর, হংকং থেকে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৮৩% হ্রাস পেয়েছে। এই ভবিষ্যদ্বাণী মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, সেটা স্পষ্ট। ১৯৯৯ সালে এই রিও তাতসুকি কোভিড-১৯ মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন।
কোথায় দুর্যোগ আসতে পারে
রিও দাবি করেছেন, ৫ জুলাই জাপানে একটি বড় দুর্যোগ ঘটতে পারে। সেই দুর্যোগে নাকি প্রবল সঙ্কটে পড়তে পারে জাপান। ৫ জুলাই ফিলিপাইন এবং জাপানের মধ্যে সমুদ্রের নীচে একটি প্লেটে বড় ফাটল দেখা দিতে পারে। তার ফলে শক্তিশালী একটি ভূমিকম্প হতে পারে। আসতে পারে মহা - সুনামিও। এই ভবিষ্যৎবাণীতে বেশ ভীত অনেকেই। রিও নাকি এও বলেছেন, সেই সুনামিতে এত উচ্চ ঢেউ তৈরি হবে, যা আগে কখনওই ঘটেনি। ২০১১ সালের সুনামির ঢেউয়ের চেয়েও বেশি বিপজ্জনক হবে এবারের সুনামি।
কতগুলি বুকিং বাতিল করা হয়েছে?
সূত্রের দাবি, হংকং এয়ারলাইন্স জুলাই এবং অগাস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোটোর মতো শহরগুলিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভয়ের কারণে। এই রুটে বুকিং অনেক কমে গিয়েছে। গত বছরের তুলনায় এবার ফ্লাইট বুকিং ৫০ শতাংশ কমে গিয়েছে। এবার এই নয়া বাবা ভাঙ্গার বাণী আদৌ কি সত্যি হবে ? উত্তর দেবে সময়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।