ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়ে ছিলেন দৃষ্টি। কিন্তু তা সত্ত্বেও বলে দিতে পারতেন ভবিষ্যৎ। তাঁর ‘দিব্যদৃষ্টি’র গুণ এখন সারা বিশ্বে চর্চিত । তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী নাকি সত্যি প্রমাণিত হয়েছে ও হচ্ছে। তাই বুলগেরিয়ান ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাবাণীগুলি ফের একবার চর্চায়। কারণ নতুন বছর আসছে। আর এই বছরের জন্য কী কী বলে গিয়েছিলেন তিনি, তা নিয়ে চর্চা চলছে। সোশ্যাল মিডিয়ায়র দাবি মানলে, বাবা ভাঙ্গা নাকি ৫ টি রাশিকে সৌভাগ্যবান বলেছেন ২০২৬ এর জন্য।  ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে আমেরিকায় ৯/১১র দুর্ঘটনা,  করোনাভাইরাস অতিমারি, সবই নাকি জানিয়ে গিয়েছেন তিনি। দেখা যাক আগামী ২০২৬ নিয়ে কী ভবিষ্যদ্বাণী তাঁর। 

Continues below advertisement

বাবা ভাঙ্গা তো সরাসরি ২০২৬ সালে হবে বলে কিছু বলে যাননি। তবে তাঁর বলা কথা থেকে অনেকের অনুমান আগামী বছরটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই জাতক জাতিকাদের বিরাট কিছু সাফল্য এবং সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি ঘটবে। বলা যেতে পারে, নতুন বছর এই রাশির আয় ও ব্যাঙ্গ ব্যালেন্সে বড় ধরনের বৃদ্ধি হবে। 

সিংহ রাশির জাতকদের জন্যও দারুণ কথা বলে গিয়েছেন বাবা ভাঙ্গা। মনে করা হচ্ছে, শনির প্রভাব ক্রমশ কমবে বলেই এই রাশির জাতকরা লাভবান হবেন, এতে অনেক সমস্যা থেকে মুক্তি দেবে। এই রাশির জাতকরা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন।  

Continues below advertisement

আগামী বছরে লাভের মুখ দেখতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও।  আয় বৃদ্ধি পাবে এঁদের । পদোন্নতিও হতে পারে। অপ্রত্যাশিত অনেক অর্থ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি খুবই পয়মন্ত হতে পারে। 

এছাড়াও লাভে থাকতে পারেন, মকর রাশির জাতক জাতিকারা । এঁরা হিসেব মতো আগামী বছরে । এই বছরটা এঁদের কর্মজীবনে নতুন উচ্চতা স্পর্শ করার সুযোগ পাবেন। অনেক মানুষ যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছিলেন, এখন তারা তাদের কঠোর পরিশ্রমের ফল অর্থনৈতিক সমৃদ্ধি এবং সম্মানের আকারে পাবেন।

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় হতে পারে ২০২৬ সাল। কেরিয়ারে নতুন সুযোগ আসার সম্ভাবনা বেশি । ব্যবসায় প্রচুর লাভ হবে। ব্যবসা সম্প্রসারণ হতে পারে। অর্থ উপার্জন হবে। সঞ্চয়ও করতে পারবেন।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)