গ্রহ তার নিয়ম মতো রাশি পরিবর্তন করে। এই পরিবর্তনের নির্দিষ্ট সময়ান্তর থাকে। ২০২৫ সালে, বৃহস্পতি গ্রহ কয়েকবার পরিবর্তন হবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতি যেহেতু দেবগুরু, তাই এর গুরুত্বই আলাদা। বৃহস্পতির প্রভাব বেশিরভাগই শুভ ফল দেয়। এই গ্রহ জ্ঞানের কারক। জীবনে বৃহস্পতির ভাল অবস্থান  পদোন্নতির যোগ নিয়ে আসে। জীবন সামগ্রিক ভাবে স্বাচ্ছন্দ্য দেখতে পায়।এই বছর রাশিচক্রগুলির উপর বৃহস্পতির ট্রানজিট কেমন প্রভাব ফেলবে? জেনে নেওয়া যাক জ্যোতিষী ডাঃ অনীশ ব্যাস কী বলছেন। 


মেষ- বৃহস্পতির  পরিবর্তন মেষ রাশির জন্য  খুব ভাল ফলদায়ক হবে। বৃহস্পতির রাশি পরিবর্তন চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য ভালো হবে। অনেক আটকে থাকা কাজ সহজে হয়ে যেতে পারে। 


বৃষ রাশি- বৃহস্পতির রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল হবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। আর্থিক লাভের সুযোগ বাড়বে। যাঁরা অবিবাহিত তাঁদের  বিয়ের সম্বন্ধ আসতে পারে।  


মিথুন- বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতি এই রাশির জাতকদের শুভ ফল দিতে বাধ্য। শত্রুরা পরাজিত হবে। জীবনে আরাম ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। সম্মানও বাড়বে। 


কর্কট - বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তন এই রাশির জন্য মিশ্ ফল নিয়ে আসবে।উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। চাকরিজীবীরাও কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।  


সিংহ রাশি- বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো হবে এই রাশির ক্ষেত্রে । সাফল্য অর্জন করবেন । কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি  হবে।  বাড়ি - গাড়ির সুখ মিলতে পারে। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির দিশা পেতে পারেন।  


কন্যা রাশি - বৃহস্পতির গমন কন্যা রাশির কাজে লাভ ও অগ্রগতির সম্ভাবনা বাড়িয়ে দেবে । অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে । ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন । জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে ।


তুলা রাশি- আর্থিক বিষয়ে নানা বাধা থেকে মুক্তি পাবেন । লাভের সুযোগ বাড়বে ।  সৌভাগ্য নিয়ে আসবে এই গ্রহের অবস্থান। 


বৃশ্চিক - বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তন এই রাশির জীবনে মিশ্র প্রভাব নিয়ে আসবে। আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন । ব্যবসায়, আপনি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাবেন । 


ধনু- বৃহস্পতি এই রাশির জীবনে শুভ ফল দেবে। লাভের সুযোগ বাড়বে। ব্যবসায় সাফল্য পেতে পারেন । বড় চুক্তি সাক্ষরিত হতে পারে। আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন।  


মকর - নানা আনন্দদায়ক মুহূর্তের সাক্ষী থাকবেন। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। আবার কর্মক্ষেত্রে আপনার লাভের সুযোগ বৃদ্ধি পাবে।  বিনিয়োগ সংক্রান্ত সুযোগ পাবেন। বিয়ের জন্য ভাল বছর। 


কুম্ভ রাশি- বৃহস্পতির ট্রানজিট উপকারী হবে। আর্থিক লাভের সুযোগ বাড়বে। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ভাগ্যের কৃপায় আর্থিক সুবিধা পাবেন।  


মীন - মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ কিছু ক্ষেত্রে ভালো নাও হতে পারে মীন রাশির জন্য। কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না। আইনি ঝামেলায় না পড়াই ভাল।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।