Baba Vanga : বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার বাণী নিয়ে ইদানীং হইচইয়ের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা ভবিষ্যৎদ্বাণীগুলি নিয়ে খুবই চর্চা। তাঁর বলে যাওয়া কথাগুলো নাকি অনেক ক্ষেত্রেই মিলে গিয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানাই হোক কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সবই নাকি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন বাবা ভাঙ্গা। 


কবে থেকে ভবিষ্যৎ দেখতে পান বাবা ভাঙ্গা ?

শোনা যায়, বাবা ভাঙ্গা নাকি ১২ বছর বয়স পর্যন্ত এক্কেবারে স্বাভাবিক জীবনযাপন করতেন। কিন্তু পরে তিনি ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা পেয়ে যান। তারপরই তিনি বাবা ভাঙ্গা  (Baba Venga Predictions) নামে প্রচার লাভ করেন। তিনি ছিলেন দৃষ্টিশক্তিহীন, কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী মিলে যেত একেবারে।  তাঁর বলে যাওয়া আমেরিকায় ৯/১১ হামলা ,  আইসিসের মতো সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান, সত্য হয়েছে। 


কোন কোন ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছে


বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী সময়ের সঙ্গে সঙ্গে সত্যি প্রমাণিত হয়েছে। তিনি প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘটনাবলী এবং মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি যা বলতেন তা যে সবসময় সরাসরি বলতেন , তা নয়। তাঁর বলা কথাগুলো অনেকটা ছিল ধাঁধার মতো। তার প্রকৃত অর্থ বের করা সহজ ছিল না।  


মানুষ রোবট হতে শুরু করবে?


বাবা ভাঙ্গা এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছেন যেখানে তিনি বলেছেন যে ২১১১ সালে মানুষ রোবট হতে শুরু করবে । এর অর্থ অনেকে মনে করছেন, মানুষের প্রয়োজনীয় হ্রাস পাবে । কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বৃদ্ধি পাবে। রোবটের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে। মানুষের অর্ধেক কাজই সামলে দিতে পারবে রোবট। তাই মনে করা হচ্ছে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎ বাণী, আসলে এআই-এর যুগকেই ইঙ্গিত করছে। এআই -এর ব্যবহারে মানুষের প্রয়োজনীয়তা কমার দিকেই ইঙ্গিত দিয়েছেন হয়ত তিনি।অনেকে মনে করছেন,  রোবোট নিয়ে মানুষের গবেষণা বেড়ে চলেছে। এইসব রোবটই কি তবে আগামী দিনে দুনিয়া চালাতে চলেছে ? ভাবাচ্ছে বাবা ভাঙ্গার বাণী।                     


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।