কলকাতা : মে মাসটি সাধারণভাবে কাটবে কর্কট রাশির (Cancer Horoscope) জাতক-জাতিকাদের। ব্যবসায় সতর্ক থাকতে হবে। কর্মচারীদের উপর কাজের চাপ থাকবে। স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। জেনে নেওয়া যাক- চাকরি, ব্যবসা, শিক্ষা, ভ্রমণ, স্বাস্থ্য, প্রেম ও পারিবারিক জীবনে মে মাসে কী রয়েছে এই রাশির।


ব্যবসা ও ধনসম্পদ-


৯ মে পর্যন্ত নবম ঘরে বুধ-রাহুর দোষ থাকবে। যে কারণে গ্রাফিক ডিজাইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায়িক গ্রাফ ওঠা-নামায় পূর্ণ থাকবে। ১০ থেকে ১৮ মে পর্যন্ত দশম ঘরে বুধ-শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, যা ব্যবসায় ভাল লাভ বয়ে আনবে। ব্যবসায়ীকে তার প্রতিযোগীদের থেকে খুব সতর্ক থাকতে হবে। ছোট ভুল তার ক্ষতির কারণ হতে পারে।


কেতুর পঞ্চম দৃষ্টি বিবেচনায় ব্যবসায়ীরা মাসের প্রথমার্ধে ভাল অর্ডার পেতে পারেন। সপ্তম ঘরে বৃহস্পতির নবম অবস্থানের কারণে আপনার খরচও বাড়বে। ব্যবসায়ীরা তাদের পূর্বে জমে থাকা অর্থ কোনো না কোনো কাজে ব্যয় করবেন। 


চাকরি ও পেশা-


১৩ মে পর্যন্ত সূর্য দশম ঘরে উচ্চপদে অবস্থান করবে। যে কারণে কর্মক্ষেত্রে আপনার উপর কাজের চাপ থাকবে। দশম ঘরে শনির তৃতীয় রাশির কারণে কর্মীদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। অফিসে পদোন্নতি পেতে পারেন। ১০-১৮ মে পর্যন্ত দশম ঘরে বুধ-শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, যা চাকরিতে মিশ্র ফল দেবে।


পারিবারিক ও প্রেমজীবন-


সপ্তম ঘরে বৃহস্পতির নবম দিকের কারণে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। বিবাহিত জীবনে সম্পর্ক মজবুত করবে। সপ্তম ঘরে কেতুর পঞ্চম অবস্থানের কারণে অফিসে কাজের চাপ বাড়তে পারে, এই কারণে আপনি পরিবারকে কম সময় দিতে পারবেন। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি হতে পারে। 


স্বাস্থ্য ও ভ্রমণ-


ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতির ষড়ষ্টক দোষ থাকবে। যে কারণে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। নবম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ থাকবে। যে কারণে যে কোনো ধরনের অসাবধানতা স্বাস্থ্য নষ্ট করতে পারে। শনি অষ্টম ঘরে তার নিজের ঘরে অবস্থান করবে, যে কারণে আপনাকে ভ্রমণের সময় সমস্ত সতর্কতা এবং খরচ নিয়ন্ত্রণ করতে দেখা যাবে, অর্থাৎ সস্তায় ভাল ভ্রমণ পরিকল্পনা গ্রহণ করতে।


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।