কলকাতা: এই মাসেই চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে। এই গ্রহণের শুভ-অশুভ প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর। ২০২৪ সালে দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে। একটা চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং দ্বিতীয়টি ১৮ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। জ্যোতিষশাস্ত্রমতে এই আসন্ন চন্দ্রগ্রহণ ৫ রাশির জন্য খারাপ হতে পারে। ৫ রাশির জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে এই চন্দ্রগ্রহণ।                            



বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয় ২৫ মার্চ হোলির দিন। সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণ এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। কোন রাশির জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে এই চন্দ্রগ্রহণ? 


মেষ রাশি: আর্থিক ক্ষতি হতে পারে। অফিসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকরি চলে যাওয়ার প্রবল আশঙ্কা থাকতে পারে।


বৃষ রাশি: বন্ধুদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। হঠাৎ করেই আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ভুল কথা বলার জন্য সমস্যায় পড়তে হতে পারে।


সিংহ রাশি: রাগ বাড়তে পারে, অল্পতেই মাথা গরম হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বসের ভূমিকায় থাকলে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে শান্ত থাকার চেষ্টা করতে হবে।


কন্যা রাশি: টাকা জমানোর অভ্যাস কিছুটা ভাল ফল দিতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


ধনু রাশি: স্ত্রীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা যেতেই পারে। এ ছাড়া এই সময় জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।


মকর রাশি: ভুল কাজ এড়িয়ে চলতে হবে, অন্যথায় বড় সমস্যায় পড়তে হতে পারে। ঋণ নিলে তা শোধ করার চেষ্টা করতে হবে। স্ত্রীকে একেবারেই বিরক্ত করবেন না।


আরও পড়ুন, লক্ষ্মীবারে আর্থিক সমস্যা চরমে উঠবে এই রাশিগুলিতে! যেখানে হাত সেখানেই বাড়বে সমস্যা



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে