কলকাতা: ভাল কিছু হওয়ার অপেক্ষায় সবাই। আপনার রাশি এবং আপনার কাজ দুই মিলে আপনার ফল দেবে। তাই চিন্তা করবেন না, ভাল কিছু খবর থাকলে আবেগে ভাসবেন না। উল্টোটা হলে সতর্ক থাকুন। আজ ২৫ জানুয়ারি, বুধবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও। 


মেষ- প্রেমে নিঃসঙ্গ বোধ। দিনভর টাকা পয়সার লেনদেন চলবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। আরও বেশি বাস্তববাদী হতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া এড়িয়ে চলুন।  নতুন কিছু শুরুর জন্য আদর্শ সময়। শ্রমের ফলে ভাল ফল পাবেন।


বৃষ- কাজের জন্য বিদেশ যাত্রা।  দিনভর উদযাপনের পরিবেশ বজায় থাকবে। শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভাল। যে কোনও বিনিয়োগের ক্ষেত্রেই চোখ-কান খোলা রাখতে হবে। কোনও ছোট বিষয় নিয়ে বড় ঘটনা ঘটাতে পারেন পরিবারের সদস্যরা।  


মিথুন- কর্মস্থানের পরিবর্তন।আর্থিক সাহায্য পাবেন। ধর্মীয় কোনও স্থানে যাওয়ার সুযোগ। ব্যবসায়ে কোনও ইতিবাচক দিক আসবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর যোগাযোগ হতে পারে।অফিসের কাজের চাপের কারণে বাড়িতে সমস্যা বাড়তে পারে। 


কর্কট- পরিশ্রমের ভাল ফল পাবেন।  স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা। কারোর সঙ্গে বিরোধ আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আইনি জটিলতায় টাকা নষ্ট হতে পারে। বাড়িতে আত্মীয়রা আসতে পারেন। কোনও কারণ ছাড়াই সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।


সিংহ- পড়াশোনায় বড় সুযোগ।  রাগকে সংযত করতে হবে। ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে হবে। ওজন কমানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। অতীতে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন আজ। আজ পরিবারের সদস্যদের পাশে পাবেন। আইনি সমস্যায় আইনজীবীর পরামর্শ নিতে পারেন।


কন্যা- সপরিবারে ভ্রমণের সুযোগ।  যেখানেই যাবেন, আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারেন। প্রয়োজনে দাদাকে পাশে পাবেন। নিজের ব্যবহারের জন্য সঙ্গীর থেকে ক্ষমা চেয়ে নিন। যৌথ কোনও ব্যবসা শুরু করার ক্ষেত্রে বিরত থাকুন।


তুলা- প্রেমের জট খুলবে।  সঙ্গীর সঙ্গে বিবাদ থাকবে। সন্তানের পড়াশোনার স্বার্থে তাকে বেশি সময় দেওয়া প্রয়োজন। রোম্যান্টিক কোনও ট্রিপে যেতে পারেন। কোনও মিটিংয়ের সময় আবেগপ্রবণ না হওয়াই ভাল। তাতে নিজেরই ক্ষতি। আজ অফিসের কাজ দ্রুত শেষ হবে।  


বৃশ্চিক- কাজের জায়গায় সুনাম।  আর্থিক লাভের সম্ভাবনা। তাতে একাধিক সমস্যা মিটবে। অন্য কাউকে নিজের মনের কথা বলার ক্ষেত্রে সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে দক্ষতার কারণে আজ প্রশংসা পাবেন। নতুন কোনও প্রজেক্ট আজ দেরি হতে পারেন। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না।


ধনু-নতুন চাকরি সুযোগ।  জমি সংক্রান্ত বিষয়ে লাভজনক হতে পারে। আজ আপনার সন্তানের আপনাকে অনেক বেশি প্রয়োজন। তার পাশে থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য সময় দেওয়া প্রয়োজন।


মকর- অতিথি আসতে পারে।  আপনার জেদের কারণে বাবা-মায়ের সমস্যা বাড়বে। তাঁদের কথা মেনে চলাই শ্রেয়। অসন্তোষের কারণ তৈরি হতে দেবেন না। সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। ভেবেচিন্তে পা ফেলুন।


কুম্ভ- ব্যবসায় সাফল্য আসবে।  ক্ষুদ্র শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা আর্থিক দিক থেকে উন্নতি করবেন। শারীরিক কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। সঙ্গীকে চমক দিতে কোনও পরিকল্পনা করতে পারন।


মীন- শরীর নিয়ে সতর্ক থাকুন।  কাছের বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। বিনিয়োগের ফলে আর্থিক নিরাপত্তা বাড়বে। কর্মক্ষেত্রে আরও বেশি মন দেওয়া প্রয়োজন। নেতিবাচক প্রভাব পড়তে পারে।