কলকাতা : শরীর-স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন কেউ কেউ, কারোর আবার ভোগাবে মানসিক দ্বন্দ্ব। কী বলছে আপনার রাশি ? শনিবার (৪ নভেম্বর) কেমন যাবে আপনার ? জেনে নিন কী বলছে আপনার রাশিফল।


মেষ (Aries)- শুভ দিন। বাড়তি পদক্ষেপ নিয়ে বাড়িয়ে দিন সাহায্যের হাত। কাজের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা। পেতে পারেন প্রাপ্য স্বীকৃতি। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। 


বৃষ (Taurus)- কাছের মানুষদের সঙ্গে কাটবে। আর্থিকভাবে বুঝেশুনে চলার দিন। আটকে থাকা আইনি জটিলতা কেটে যেতে পারে। নতুন কাজের খোঁজ শুরু করার সময় এসেছে।  


মিথুন (Gemini)- আর্থিকভাবে শুভ যোগ। চাপমুক্ত হয়ে নিজের কাজ করুন। কাজের ব্যস্ততা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে সময় বের করা প্রয়োজন। 


কর্কট (Cancer)- কাজের ক্ষেত্রে শুভ দিন। ভ্রমণের যোগ রয়েছে। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থাভাজন হয়ে উঠবেন।  খেয়াল রাখুন স্বাস্থ্যের।


সিংহ (Leo)- ভাল খবর পেতে পারেন। কাজের ক্ষেত্রে যা আসার সম্ভাবনা বেশি। ঘর-বাড়ি কেনা বা সারানোর যোগ রয়েছে।


কন্যা (Virgo)- বুঝেশুনে কথা বলুন। পড়াশোনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের ভাল সময়। কোনও বিষয় নিয়ে ধন্দ থাকলে আস্থাভাজন কারোর সঙ্গে পরামর্শ করে এগোন।


তুলা (Libra)- স্বাস্থ্য ভোগাতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রাখুন, কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।


বৃশ্চিক (Scorpio)- চোখের সমস্যার আশঙ্কা। একাধিক ব্যস্ততায় দিন কাটবে। স্বাস্থ্য খানিক ভোগানোর আশঙ্কা থাকলেও মোটের ওপর ভাল দিন কাটবে। 


ধনু (Sagittarius)- বাড়তি খরচ নিয়ে চিন্তা। দরকারে থাকা কারোর পাশে দাঁড়াতে পেরে মানসিক শান্তি। কোনও বিষয় অস্বস্তি বাড়ালে তর্কের বদলে এড়িয়ে চলার চেষ্টা করুন।


মকর (Capricorn)- কাছের মানুষদের চটিয়ে ফেলতে পারেন। মানসিক শান্তি বজায় রাখতে খানিক মেডিটেশন করতে পারেন। কাজের ক্ষেত্রে অবশ্য ভাল দিন। রয়েছে প্রোমোশনের যোগও।


কুম্ভ (Aquarius)- পরিবারকে সময় দিন। দরকারী কাজগুলি সময়ে শেষ করার দিকে এগোন। ভবিষ্যতের কথা ভেবে সেভিংসের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। 


মীন (Pieces)- কাজে সাফল্য। ভাল দিনের যোগ। ঋণ নেওয়ার ভাবনা চিন্তা নিলে ভুগতে হতে পারে। পরিবারের কোনও লোক তুচ্ছ কারণে অসন্তুষ্ট হতে পারেন ।


আরও পড়ুন- আগামী বছর শনির 'উদয়', আয় বৃদ্ধি; চাকরি-ব্যবসায় প্রচুর উন্নতি এইসব রাশির জাতকদের