কলকাতা: আজ ১৩ জানুয়ারি, শুক্রবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?
মেষ- অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আজ রাগ সংযত রাখতে না পারলে বিপত্তির আশঙ্কা। এনার্জি একইরকম থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নতিতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। কাজে মন দেওয়া দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলায় প্রশংসিত হতে পারেন।
বৃষ- কর্মীদের সঙ্গে কথা বলার সময়ে বাক্য প্রয়োগে নজর দেওয়া দরকার। অত্যধিক অহংয়ের কারণে বিপত্তি দেখা দিতে পারে। ব্যক্তিগত জীবনে কোনও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। অর্থ সঞ্চয়ের দিন আজ। সমস্ত চিন্তা সরিয়ে পরিবারে মন দেওয়ার প্রয়োজন।
মিথুন- রোজকার রুটিনে পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা দেখা নাও দিতে পারে। কোনও ব্যক্তি অহেতুক মৌখিক বার্তালাপে সময় নষ্ট করতে পারেন। নতুন ব্যবসা শুরু করার আগে ভেবে নেওয়া দরকার। যাঁরা চাকরি বদলের সিদ্ধান্ত নিতে চাইছেন, তাঁদের জন্য দিনটি শুভ।
কর্কট- সঙ্গীর সঙ্গে পুরনো সমস্যা কেটে যেতে পারে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। বড় কোনও দায়িত্ব নিতে হতে পারে। কর্মক্ষেত্রে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
সিংহ- প্রেমের সম্পর্কে নয়া মোড় আসতে পারে। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া দরকার। স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাবে। কোনও ব্য়ক্তির দ্বারা মন খারাপ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
কন্যা- একাধিক চমক অপেক্ষা করে রয়েছে আজ। দিনের নানা সময়ে নানা ব্যক্তির কাছ থেকে চমক পাবেন। সঙ্গীর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের কারণে কাজে সমস্যা দেখা দিতে পারে। নানা কারণে অত্যধিক ব্যয় হতে পারে।
তুলা- পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিনটা আনন্দের সঙ্গে কাটতে পারে। আধ্যাত্মিক কোনও স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। বড় কোনও প্রোজেক্টে কাজের সুযোগ আসতে পারে। সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলা দরকার।
বৃশ্চিক- বুদ্ধিবলে প্রতিকূল পরিবেশ কাটিয়ে সাফল্যের সম্ভাবনা। নিজের প্রতি আরও বিশ্বাস রাখা দরকার। ব্যক্তিগত সম্পর্কে কঠিন পরিস্থিতির মধ্য়ে দিতে যেতে হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা। সমালোচনার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।
ধনু- সম্পর্ক মজবুত করতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা কেটে যেতে পারে। কর্মক্ষেত্রে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। পেশা বদলের সিদ্ধান্তে সাফল্যের যোগ রয়েছে।
মকর- কর্মক্ষেত্রে পরিস্থিতি খুব একটা ভালো নাও যেতে পারে। যার প্রভাব পড়তে পারে ব্যক্তিগত জীবনেও। সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পেশাগত জীবনে সমস্যার কারণ খোঁজা দরকার। গোপন শত্রুর পরিচয় জানতে পারেন।
কুম্ভ- কোনও আধ্যাত্মিক স্থানে ভ্রমণে মানসিক শান্তি। সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলা দরকার। মাথা ঠান্ডা রাখতে না পারলে বিপত্তির সম্ভাবনা। একাধিক সময়ে বাধার মুখে পড়তে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোহাতে পারে।
মীন- সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলা দরকার। স্ট্রেস সম্পর্কে অবগত থাকুন। বাজেট এবং আর্থিক পরিস্থিতি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। বিতর্ক থেকে দূরে থাকা দরকার।