কলকাতা: আজ ২০ ডিসেম্বর, মঙ্গলবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?


মেষ- নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। বিভিন্ন মহলে প্রশংসিত হতে পারেন। সন্তানের জন্য গর্বিত হতে পারেন। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া দরকার। সন্ধ্যের পর পরিবারের সঙ্গে সময় কাটতে পারে। চোট আঘাত লাগতে পারে।


বৃষ- স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাতে পারে। ভাগ্য খুব একটা সহায় নাও থাকতে পারে। অনের প্রচেষ্টার পরও দিনের শেষে প্রত্যাশামতো না পাওনায় হতাশা বৃদ্ধি। সাফল্য না আশা পর্যন্ত চেষ্টা করা চালিয়ে যেতে হবে।


মিথুন- কোনও নারীর দ্বারা ভাগ্য ফিরতে পারে। লাজুক মনোভাবের কারণে কর্মস্থলে একাকীত্ব বৃদ্ধি। নিজের অনুভূতি প্রকাশ করা দরকার। পড়ুয়াদের জন্য দিনটি শুভ। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনার কবলে পড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।


কর্কট- যেকোনও কাজে সাফল্য আসতে পারে। ভাগ্য সম্পূর্ণভাবে সহায় রয়েছে। কর্মস্থলে প্রশংসিত হতে পারেন। ব্যবহারে কিছুটা বদল নিয়ে আসা দরকার। হাতে প্রচুর অর্থ আসতে পারে। ব্যবসায়ীরা আজ বড় বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন।


সিংহ- প্রিয় বন্ধুর ব্যবহারে আঘাত পেতে পারেন। জলের মতো টাকা খরচ হয়ে যেতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। কঠিন পরিস্থিতিতে বিশেষ কাউকে পাশে পেতে পারেন। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। 


কন্যা- ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কূটচালে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। কল্পনার জগতে না থেকে বাস্তববাদী হওয়া প্রয়োজন। পড়ুয়ারা বিশেষ সুযোগ পেতে পারেন।


তুলা- দুর্ঘটনার কবলে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা। অত্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি। সঙ্গীর অন্য রূপ সামনে আসতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। সন্তানের কর্মপ্রাপ্তির খবরে বাড়িতে আনন্দ বৃদ্ধি।


বৃশ্চিক- দক্ষতার কারণে বিভিন্ন স্থানে প্রশংসিত হতে পারেন। পুরনো কোনও কাজ সেরে ফেলতে পারেন। নেগেটিভ এনার্জি স্পর্শ করতে পারবে না। পরিবারে কোনও জটিলতা দেখা দিতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।


ধনু- দিনটি মোটামুটি ভালোর উপর দিয়েই কাটতে পারে। পেশাগত আচরণে প্রশংসিত হতে পারেন। জটিল পরিস্থিতি খুব সহজভাবে কাটিয়ে উঠতে পারেন। নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন। শিল্পীদের জন্য দিনটি শুভ।


মকর- পরিবারের সদস্যদের প্রতি কর্তব্য পালনে মানসিক শান্তি। পড়ুয়ারা দ্রুত পড়ে থাকা প্রোজেক্টের কাজ শেষ করে ফেলুন। নতুন কাজের সুযোগ আসতে পারে। পরিস্থিতির কারণে কল্পনা শক্তি খর্ব হতে দিলে চলবে না। শিল্পীসত্ত্বা প্রশংসিত করবে।


কুম্ভ- সারাদিনটা বাড়িতেই কাটতে পারে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। বিকল্প উপার্জনের রাস্তা খুলে যেতে পারে। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। সঙ্গীর সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। শান্তিতে জীবন কাটানোর অন্য উপায় খুঁজে পেতে পারেন।


মীন- ব্যবসায়ীরা আজ বড় বিনিয়োগ করতে পারেন। বাড়ি কিংবা গাড়ি ক্রয়ের শুভ যোগ রয়েছে। আচমকা কোনও প্রিয়জনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বন্ধুত্বে নতুন মোড় আসতে পারে। দিনটা মোটামুটি ভালোর উপরেই কাটতে পারে।