কলকাতা: আজ ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?
মেষ- মানসিক শান্তি বজায় রাখার জন্য় কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়া দরকার। বাক্য প্রয়োগে ভুলভ্রান্তির কারণে বিপত্তির আশঙ্কা। আর্থিক পরিস্থিতি চিন্তা বাড়াতে পারে। কোনও নিকট বন্ধুর কাছ থেকে আঘাত পেতে পারেন।
বৃষ- প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নতুন গাড়ি কিংবা বাড়ি ক্রয়ের শুভ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। চলাফেরায় সাবধানতা মেনে চলা জরুরি। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তায কেরিয়ার এবং সম্পর্কে বড় পরিবর্তন আসতে চলেছে।
মিথুন- কর্মক্ষেত্রে কোনও বিষয় নিয়ে বিবাদ দেখা দিতে পারে। পরিবারে জটিল সমস্যার সমাধান হতে পারে। পড়ুয়াদের জন্য দিনটি শুভ। বিদেশ যাওয়ার যোগ রয়েছে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। প্রেম, ভালোবাসার সম্পর্কে বিশেষ সতর্ক থাকা দরকার।
কর্কট- লিডার মনোভাবের জন্য প্রশংসিত হতে পারেন। কোনও কঠিন পরিস্থিতি একা হাতে সামলাতে হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার দক্ষতাকে এড়িয়ে চলতে পারে। অত্যধিক কাজের ব্যস্ততার মাঝে এবার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে।
সিংহ- চাকরি হোক কিংবা ব্যবসা, কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারেন। তাই বিশেষ সতর্ক থাকা দরকার। অমনোযোগী থাকার কারণে বিপত্তির আশঙ্কা। সহকর্মীদের কূটচালে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিয়ের যোগ রয়েছে।
কন্যা- কথাবার্তার মাধ্যমে জটিল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। বন্ধুর কারণে প্রতারিত হতে পারেন। আর্থিক সমস্যা চিন্তা বাড়াবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। কেরিয়ারে সমস্যা দেখা দিতে পারে।
তুলা- উচ্চ শিক্ষা কিংবা গবেষণার জন্য নতুন সুযোগ আসতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে জটিলতা কেটে যেতে পারে। সহকর্মীদের ফাঁদে পা দিয়ে বিপত্তির আশঙ্কা। বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। কারও কাছ থেকে ঋণ নেওয়ার আগে সাবধান।
বৃশ্চিক- প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ যোগ আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য় দিনটি শুভ। পুরনো বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হবে, যার ফলে নতুন ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আরও দরজা খুলবে।
ধনু- সঙ্গীর কাছ থেকে আচমকা কোনও উপহার পেতে পারেন। পারিবারিক কোনও বিষয়ে জটিলতা বাড়তে পারে। বুদ্ধির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া দরকার। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখা দিতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
মকর- সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটতে পারে। ব্য়বসায়ীরা আজ বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য় নিয়ে চিন্তা কেটে যেতে পারে। পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। কেরিয়ারে বড় পরিবর্তন আসতে চলেছে।
কুম্ভ- সম্পর্কের জটিলতা কাটতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চাকরি বদলের সিদ্ধান্ত নিতে হতে পারে। নতুন বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্য়বসায়ীরা আচমকা ব্যাপক লাভের মুখ দেখতে পারেন। অত্যধিক কাজের চাপে মানসিক ক্লান্তি।
মীন- সন্তানের কর্মপ্রাপ্তির খবর আসতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হস্তক্ষেপে বড় সুযোগ আসতে পারে। অত্যধিক খরচে এখনই লাগাম টানা দরকার। বিবাহিত জীবনে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আসছে।