কলকাতা: আজ ২৬ নভেম্বর। একঝলকে দেখে নিন আপনার রাশিফল। কী বলছে আপনার আজকের রাশিতে (Todays Horoscope)।
মেষ- আত্মবিশ্বাস বাড়ানো জরুরি। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপত্তির আশঙ্কা।
বৃষ- রাগ সংযত রাখা জরুরি। অন্যথায় বিপত্তির সম্ভাবনা। প্রিয়বন্ধুর ছলনা কষ্ট দিতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা।
মিথুন - কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। যেকোনও পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার। অত্যধিক খরচে এখনই লাগাম টানা জরুরি। স্বামী-স্ত্রীর যৌথ চেষ্টায় সংসারের ভাঙন রক্ষা।
কর্কট- কল্পনার জগতে ভেসে বেড়ানো আপনার সবথেকে পছন্দের কাজ। অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার। বহু চেষ্টার পর বকেয়া টাকা ফেরত পেতে পারেন। শত্রুর শক্তিক্ষয়ে সাময়িক স্বস্তি।
আরও পড়ুন - Daily Astrology: আজ দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা এই তিন রাশির
সিংহ- সমস্ত কাজে সাফল্য আসার সম্ভাবনা। পড়ুয়াদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। অফিসে মিটিংয়ে একাধিক নতুন আইডিয়া দেওয়ার কারণে প্রশংসিত হতে পারেন। ভালোবাসার কথা বলতে পারেন।
কন্যা- পরিশ্রমেই মিলবে ফল। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হতে পারে। শরীর নিয়ে সমস্যা ভোগাবে।
তুলা- অংশীদারী ব্যবসায় ক্ষয় ক্ষতির আশঙ্কা। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদ পেতে পারেন। বন্ধুবেশী দুর্জনের ফাঁদে পা দিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা। শিল্পীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক- আত্মবিশ্বাসই কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আইনি সমস্যা থেকে দূরে থাকা দরকার। পুলিশি ঝামেলায় জড়িয়ে বিপত্তির আশঙ্কা। ব্যবসায়ীরা বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন।
ধনু- ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কর্তাস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
মকর- একাধিক উপায়ে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে তা কাটিয়ে ওঠা সম্ভব। আয়ের রাস্তা প্রসস্ত হতে পারে।
কুম্ভ- চেষ্টা এবং দক্ষতা থাকার পরও প্রাপ্তি অধরাই থাকতে পারে। বড় কোনও প্রোজেক্টে কাজের সুযোগ পেতে পারেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে বোঝাপড়ায় সমস্যা দেখা দিতে পারে। বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। স্বজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন।
মীন- বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মানসিক উদ্বেগ দূর করতে স্বাভাবিক থাকা জরুরি। সতর্ক থাকলে কোনও ক্ষতি ছুঁতে পারবে না। মধুর ব্যবহারে সকলের মন জিতে নিতে পারেন।