কলকাতা: আজ ২৩ জানুয়ারি, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।


মেষ- পরিবারের কোনও সদস্যের থেকে আর্থিক সাহায্য পাবেন। বন্ধুর সঙ্গে কোনও সমস্যা হলে, তা দ্রুত মিটিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আজ। আজ প্রমোশন পেতে পারেন এবং  বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।


বৃষ- ব্যবসার ক্ষেত্রে ভাল লাভের সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে ভাল আচরণের কারণে ব্যবসায় নতুন গতি আসবে। আপনাদের দুজনের সিদ্ধান্তে বড় কোনও কাজ হবে।


মিথুন- মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। অল্প পরিশ্রম করেই সাফল্য আসতে পারে। তবে নিয়ম মেনে কাজ করতে হবে।  ব্যবসার ক্ষেত্রে ভাল দিন।


কর্কট- পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। সামাজিক স্বীকৃতি পেতে পারে। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। বিবাহিত জীবন সুখের হবে। কোনও লক্ষ্য থাকলে তা পূরণ হবে।


সিংহ- আজকের দিনটি আপনার জন্য। আপনার কাজ সঠিক উপায়ে করে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। যোগব্যায়াম করতে পারেন। আজ সম্পত্তির ভাগ পেতে পারেন।


কন্যা- আজকের দিনে যে কোনও করে ফেলতে পারেন এই রাশির জাতকরা। কোনও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আজ। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে মন ভাল থাকবে।


তুলা- উচ্চশিক্ষার দিকে ঝোঁক বাড়বে আজ। প্রাণের ঝুঁকি আছে, এরকম কাজ এড়িয়ে চলাই ভাল। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। দায়িত্বজ্ঞানহীন কাজ করবেন না যার জন্য পরে অনুতপ্ত হতে হবে। কাজের চাপ বেশি থাকবে।


বৃশ্চিক- মানসিক চাপকে বেশি গুরুত্ব দেবেন না। তাতে বেশি সমস্যা  বাড়বে। মানসিক সমস্যা দূরে রাখলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। মানসিক চাপের জেরে স্বাস্থ্যের অবনতি হবে।


ধনু- কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগা আসবে। সন্তানের সাফল্যে মন খুশি থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ হতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগের পরিধি বাড়বে।


মকর- কাজের জায়গায় উন্নতির সম্ভাবনা। ভাবনাচিন্তার প্রসার ঘটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়তে পারে। কোনও কিছু শুনলে অন্ধভাবে বিশ্বাস করবে না। নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে।   


কুম্ভ- অনেকদিন ধরে জমে থাকা কাজ, আজ মিটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দিকে নজর রাখবে। বাবা ভ্রমণে যেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভ পাবেন।


মীন- বাড়ির সমস্যা মিটতে পারে আজ। আর্থিক উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে। সঙ্গীর সাহায্য পাবেন কাজের ক্ষেত্রে। কোনও বড় সংস্থার থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন।


আরও পড়ুন: Astro Tips : আজ কি কোনও শুভকাজের যোগ আছে ?