মেষ রাশি- নিজের প্রচেষ্টা কমতে দেবেন না। এখন যে পরিশ্রম করবেন, তার ফলে ভবিষ্যতে লাভ হবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে জাতকরা তাঁদের জন্য সময় ভালো। আকস্মিক ব্যয়ের কারণে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। এর ফলে ব্যাকুলতা হবে। নিজের ভাষায় সাবধানতা অবলম্বন করুন। চাকরি ও কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। 


বৃষ রাশি- নিজের প্রচেষ্টা কমতে দেবেন না। এখন যে পরিশ্রম করবেন, তার ফলে ভবিষ্যতে লাভ হবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে জাতকরা তাঁদের জন্য সময় ভালো। আকস্মিক ব্যয়ের কারণে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। এর ফলে ব্যাকুলতা হবে। নিজের ভাষায় সাবধানতা অবলম্বন করুন। চাকরি ও কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। 


মিথুন রাশি- বিশেষ কোনও কাজের জন্য চেষ্টা চালিয়ে গেলে তাতে সাফল্য লাভ করবেন। পরিবারের বয়স্কদের পথ প্রদর্শনে ঝুঁকিপূর্ণ কাজ করায় আপনার রুচি থাকবে। কোনও অসাফল্যের কারণে চিন্তিত হবেন না। লক্ষ্যচ্যুত হবেন না এবং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখবেন। গাড়ি সাবধানে চালান। 


কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা আজ আকস্মিক লাভ অর্জন করতে পারেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চ্যালেঞ্জ আসবে, তবে আপনি তার মোকাবিলা করতে সক্ষম হবেন। ভাইদের সঙ্গে বা পরিবারের অন্য কোনও সদস্যের সাহায্যে বিবাদের সমাধান করার চেষ্টা করুন। জোরজবরদস্তি করে কোনও কাজ করবেন না। তা না-হলে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসায় মনোনিবেশ করুন। জীবনসঙ্গী ও পরিবারের ভরপুর সহযোগিতা লাভ করবেন। 


সিংহ রাশি- সাফল্য লাভ করতে পারেন। বাড়ির আটকে থাকা কাজ সহজে পূর্ণ করবেন। আর্থিক বিষয় চিন্তাভাবনা করতে হবে, কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা দেবে। এ সময় কাউকে ঋণ দেবেন না। অতি আত্মবিশ্বাসের ফলে আপনার ক্ষতি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নিজের প্রতিযোগীদের গতিবিধিতে নজর রাখুন। স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে সময় কাটাবেন। 


কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা আজ ভালো ভাবে চিন্তাভাবনা করে ও পরিকল্পনাবদ্ধ ভাবে কাজ করলে অবশ্যই সাফল্য লাভ করবেন। বন্ধুদের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। মানসিক অবসাদ থাকবে। আপনি ঠিক করে নিজের কাজ করতে পারবেন না। যে কাজ আপনি সহজ-সরল মনে করতেন তাতে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে যা হচ্ছে তাতে সন্তুষ্ট থাকুন।



তুলা রাশি- তুলা রাশির জাতকদের জন্য গ্রহের পরিস্থিতি অত্যন্ত অনুকূল। পছন্দমতো সমস্ত কাজ করতে পারবেন। কারও সুপরামর্শের ফলে আপনার লাভ হতে পারে। আলস্যের কারণে ছাত্র ও যুবকদের কেরিয়ারের প্রতি কোনও মোহ থাকবে না। আপনার রাগ অনেক কিছু নষ্ট করে দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে গ্রহের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে চলবেন। 


বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ক্ষেত্রে যাত্রায় যেতে পারেন। বিশ্বাস বজায় রাখার ফলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। কোনও বিশেষ সংবাদ পেতে পারেন। এর ফলে মানসিক সন্তুষ্টি পাবেন। উৎসাহের সঙ্গে কাজ পূর্ণ করবেন। অন্যের ওপর নির্ভরশীল থাকার পরিবর্তে নিজের যোগ্যতা ও দক্ষতার ওপর বিশ্বাস রাখুন। বিবাদ এড়িয়ে যাওয়াই ভালো। ব্যবসায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।


ধনু রাশি- ধনু রাশির জাতকরা সামাজিক গতিবিধিতে অংশগ্রহণ করবেন। নিজের যোগাযোগ বাড়ান। নিজের পছন্দের কাজ করে আনন্দিত হবেন। বীমা, ভিসা, পাসপোর্ট ইত্যাদির সংক্রান্ত কোনও কাজ আটকে থাকলে তা আজ পূর্ণ হতে পারে। কথা বলার সময় নেতিবাচক শব্দ ব্যবহার করবেন না। সন্তানের কারণে চিন্তিত থাকবেন। বিচারধারায় মতভেদ হতে পারে।


মকর রাশি- মকর রাশির জাতকরা আজ নতুন বাড়ি ক্রয় বা বাড়ির পুনর্নবীকরণ সংক্রান্ত প্রকল্প তৈরি করতে পারেন। সহজে নিজের সমস্ত কাজ পূর্ণ করবেন। কোনও বহিরাগত ব্যক্তি আপনার জন্য সমস্যা সৃষ্টির চেষ্ট করতে পারে। ধৈর্য ধরুন ও শান্তিতে বিবাদের সমাধান করুন। ব্যবসায় উন্নতি করতে হবে। 


কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা আজ বন্ধু বা আত্মীয়দের আর্থিক সাহায্য করবেন। এর ফলে আপনারা আনন্দিত অনুভব করবেন। ছাত্রদের পড়াশোনার ইচ্ছা থাকবে। যুবকরা লক্ষ্য লাভে উৎসাহিত থাকবেন। কোনও দুঃসংবাদ পাওয়ায় কষ্টে থাকবেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হবে এবং তাঁদের পরামর্শের ফলে কোনও নতুন পথ খুঁজে পেতে পারেন। পারিবারিক বিবাদের সমাধান হবে। দাঁতে ব্যথা কষ্ট বাড়াবে। 


মীন রাশি- মীন রাশির জাতকরা দিনের শুরুতে কোনও সুসংবাদ পাবেন। আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার প্রদর্শন আরও উন্নত করবে। বাচ্চারা পড়াশোনা, পরীক্ষা ও প্রতিযোগিতায় মনোনিবেশ করুন। নিজের সাফল্যের বিষয়ে কাউকে জানাবেন না। বন্ধু ও আত্মীয়রা আপনার উন্নতির কারণে ঈর্ষান্বিত হবেন। হঠাৎই অতিথি সমাগম হবে, যার ফলে সারাদিন ব্যস্ততায় কেটে যাবে। অফিসে শান্তির পরিবেশ বজায় থাকবে। আনন্দে সময় কাটান। নিজের পরিবারের প্রয়োজনীয়তার বিষয়ে মনোনিবেশ করুন।