কলকাতা: আজ ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।


মেষ- নিজের স্বার্থে ব্যবহার ঠিক রাখুন। নিজের জিনিস যত্নে রাখুন। অন্য কারোর সঙ্গে কোনও সমস্যা হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কাজের চাপ থাকলেও আজ এনার্জি থাকবে। সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন। পরিবারকে গুরুত্ব দিন। সঙ্গীর সঙ্গে দিন ভাল কাটবে।


বৃষ- উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। নতুন কোনও কাজ শুরু করতে পুঁজি জোগাড় করতে পারবেন। কাজের চাপ থাকলেও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। অবসর সময় বই পড়ার সময় পাবেন।


মিথুন- আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। টাকা পয়সা ভেবেচিন্তে খরচা করার গুরুত্ব বুঝতে পারবেন। বন্ধুদের সাহায্য পাবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। উচ্চপদে কর্মরতদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে। সঙ্গীর থেকে আজ কোনও চমক পেতে পারেন।


কর্কট- আজ নতুন কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আত্মবিশ্বাসের অভাবে বিভ্রান্তি বাড়বে। মানসিক চাপ কমাতে হবে। নাহলে তার ফলে শারীরিক চাপও বাড়বে। আর্থিক পরিস্থিতি খারাপ হলে টাকা খরচে লাগাম দিতে হবে।


সিংহ- আর্থিক সমস্যা বাড়তে পারে। ধৈর্য্য বাড়াতে হবে। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছেন তা বেশিদিন স্থায়ী হবে না। জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। টাকা বাঁচানোর জন্য বিশেষ পদ্ধতি দেখতে হবে।


কন্যা- আজকের দিনে অনেকের থেকে আশীর্বাদ পাবেন। কোনও চ্যালেঞ্জ এলেও তা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। ঘরে এবং বাইরে সমানভাবে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। আজকের দিনে ভবিষ্যতের পরিকল্পনা করে রাখতে পারেন। নতুন কোনও উপায়ে বিনিয়োগের সন্ধান করুন। পুরনো কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন আজ।


তুলা- ব্যয়ে রাশ টানা প্রয়োজন। আজকের ব্যয়ের জন্য ভবিষ্যতে আর্থিক চাপ বাড়তে পারে। আজকে সন্তানকে আপনাকর অনেক বেশি প্রয়োজন। পরিবারে কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিতে হবে। সেমিনারের মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন।


বৃশ্চিক- কাজের চাপ থাকলেও স্বাস্থ্য ঠিক থাকবে। কিন্তু ভবিষ্যতের জন্য বিশ্রাম নেওয়াও প্রয়োজন। কতটা ব্যয় করছেন সে সম্পর্কে নিজের ধারণা থাকা প্রয়োজন। আজকে একাধিক সমস্যা মিটে যেতে পারে। ছুটি থাকলে অফিস নিয়ে একদম চিন্তা নয়। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য অনেকেই আপনার প্রশংসা করবেন।    


ধনু- বাড়িতে কাজের সময় সতর্ক হোন। না হলে আপনারই সমস্যা বাড়বে। অনেকদিন আগে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন আজ। সামাজিকতা খুবই ভাল বিষয়, কিন্তু ব্যক্তিগত কথা অন্যকে বলবেন না। কর্মক্ষেত্রে সমস্যা এড়াতে ভেবে কথা বলুন।


মকর- অনেকদিন ধরে ভোগাচ্ছে এমন কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। টাকা বিনিয়োগ করা এবং জমানোর উপর জোর দিন। পরিবারের কোনও প্রয়োজনে পাশে দাঁড়ান। অন্যকে অসন্তুষ্ট করবেন না। সৃজনশীলতার সুযোগ রয়েছে, এমন কোনও কাজের সঙ্গে যুক্ত হন।


কুম্ভ- কথা বলার আগে দুবার ভেবে নিন। আপনার ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে। কারোর সাহায্য ছাড়াই আজ অর্থ উপাজর্ন করতে পারবেন। সঙ্গীকে চমক দিতে সারপ্রাইজ প্ল্যান করুন। কর্মক্ষেত্রে অপর পক্ষ আজ তাদের কাজের ফল পাবে।


মীন- কাজের ক্ষমতা বজায় রাখতে  বিশ্রাম নিন। মায়ের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ভালবাসার মানুষের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। অতিরিক্ত আশার ফলে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে পারে।


আরও পড়ুন: Numerology Prediction February 2023: ফেব্রুয়ারিতে এই ৪ রাশির ভাগ্যে বড় বদল হতে চলেছে, কী জানাচ্ছে সংখ্যাতত্ত্ব