কলকাতা: আজ ৯ জানুয়ারি, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।



  • মেষ- বাড়ির কাজে আগ্রহ বাড়বে। জীবনে সুখ বজায় থাকবে। আত্মবিশ্বাস বাড়বে আজ। কোনও বিষয়ে পরিকল্পনা করলে আজ তা সফল হবে। পরিজনদের কথা শুনে চলা লাভজনক হবে। সম্পর্কে এনার্জি বাড়বে। আয় বাড়তে পারে।

  • বৃষ- নতুন কাজে গতি আসবে। আজ সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামাজিক দায়বদ্ধতা বাড়তে পারে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পুনস্থাপন হবে।

  • মিথুন- বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে আজ। ব্যক্তিগত সমস্যা মিটতে পারে। আজ সাফল্য আসার সম্ভাবনা। আকর্ষণীয় অফার পেতে পারেন আজ। রক্তের সঙ্গে সম্পর্কিতদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। বাড়িতে অতিথি আসতে পারে।

  • কর্কট- সৃজনশীল কাজে আজ গতি আসবে। আপনি পছন্দসই জিনিস পাবেন। সাহস ও শক্তি দিয়ে নিজের কাজে এগোতে হবে। কাছের মানুষের সাহায্য পাবেন আজ। সাফল্যের হার বাড়বে। নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে।

  • সিংহ- গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করবেন না। ব্যবস্থার ওপর জোর রাখবে। খরচ বাড়তে পারে। প্রয়োজনীয় বিনিয়োগের দিকে নজর দেবেন। কাজের সুযোগ থাকবে। লেনদেনের নিয়ন্ত্রণ বজায় রাখবে। কাছের মানুষদের বিশ্বাস জয় করবে।

  • কন্যা- গুরুত্বপূর্ণ কাজে গতি বজায় থাকবে। ব্যবসায়িক প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে। সম্পর্কের মধ্যে নতুন শক্তির সঞ্চার হবে। কর্মজীবন ও ব্যবসায় সক্রিয় থাকবেন। লাভের সম্ভাবনা থাকবে। আয়ের একাধিক উৎস থাকবে। কর্মক্ষেত্রে স্বস্তি থাকবে।

  • তুলা- সুযোগ কাজে লাগান। অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সফল হবেন। কাঙ্খিত ফল পাবেন। পেশাগত কাজে যুক্ত হন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। বড়দের কথা শুনবে। আরও পড়ুন

  • বৃশ্চিক-  ইতিবাচক মনোভাব বজায় থাকবে।  অলরাউন্ড হিসেবে পারফরম্যান্স বজায় থাকবে। পরিকল্পনা বিষয়ের উপর জোর দিতে হবে। মানুষের সঙ্গে সমন্বয় বাড়বে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের সঙ্গে বৈঠক হবে। প্রতিযোগিতা বাড়বে। ভ্রমণের সম্ভাবনা বাড়বে।

  • ধনু- প্রিয়জনের সাহায্যে সঠিক পথে এগোতে থাকবে। প্রয়োজনীয় কাজে ধৈর্য ধরে রাখতে হবে। প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। বিতর্ক এড়িয়ে চলুন। নিয়ম মেনে সাবধানে কাজ করুন। অতিরিক্ত উত্সাহী এবং আবেগপ্রবণ হওয়া থেকে সাবধান।  

  • মকর- সক্রিয়তা ও সাহস বজায় রাখবে। অংশীদারদের মধ্যে সমন্বয় থাকবে। কাজের ব্যাপারে উৎসাহ বজায় থাকবে। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয় গতি পাবে আজ।  যে কোনও কাজে সক্রিয়তা থাকবে। দাম্পত্য জীবন সুখকর হবে।  

  • কুম্ভ- উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় সাফল্য আসবে। সিনিয়ররা সহযোগিতা করবেন। বোঝাপড়া ভালো থাকবে। প্রয়োজনীয় তথ্য শেয়ার করবেন। আত্মীয়দের  সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে।

  • মীন- পারস্পরিক আস্থা বাড়বে। আনন্দের আমেজ থাকবে দিনভর। ভ্রমণ বা বিনোদনের সুযোগ বাড়বে। সহকর্মীদের আস্থা জয় করবে। প্রতিশ্রুতি রক্ষা করবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। বন্ধুদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটাবেন। ধারাবাহিকতা বজায় থাকবে।


আরও পড়ুন: Astro Tips : আজ কি ভাল কাজের জন্য যাত্রা করা ঠিক হবে ?