কলকাতা : আগামীকালের রাশিফল ( ​​২১ জুলাই ২০২৪ ): গ্রহ ও নক্ষত্র অনুযায়ী বদলায় বিভিন্ন রাশির ভাগ্য। আবার তার সঙ্গে যুক্ত হয় তাদের কর্মফল ও জন্মকুণ্ডলীর প্রভাব। তাই রাশিফল একটা সার্বিক আভাস দেয় মাত্র, কিন্তু ভাগ্য সকলের আলাদা আলাদা। তা কখনওই এক খাতে বয় না। জেনে নেওয়া যাক রবিবারটা কোন রাশির কেমন কাটবে । 


মেষ রাশি- মেষ রাশির জাতকদের জন্য রবিবার কাটবে উত্তেজনায়। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।  সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য উপকারী হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু নতুন কাজ শুরু করতে পারেন। জীবন সঙ্গী আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে। সন্তানকে কিছু দায়িত্ব দিতে পারেন।


বৃষ রাশি-  বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল উত্থান-পতনে পূর্ণ হবে।  বেশি কাজ থাকবে, যার জব্য আপনি আপনার পরিবারের সদস্যদের কম সময় দিতে পারবেন। তাই আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে। মায়ের চোখের কোনো সমস্যা হতে পারে,তার দ্রুত চিকিৎসা করানো দরকার হবে। শিক্ষার্থীদের পড়ায় মন বসবে না। 


মিথুন রাশি  - আগামীকাল মিথুন রাশির জাতকদের জন্য রবিবার একটি চাপের দিন হতে চলেছে। স্বাস্থ্যের অবনতির কারণে আপনি অস্থির থাকবেন। মরসুমি রোগে ভুগতে পারেন। সঞ্চয় নিয়ে পরিকল্পনা করতে পারেন। র স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। দুশ্চিন্তা বাড়বে যদি আপনাকে একসঙ্গে অনেক কাজ করতে হয়। পুরনো কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে।


কর্কট রাশি-  কর্কট রাশির জাতকদের জন্য কালকের দিনটি মোটামুটি কাটবে। অংশীদারিত্বে কিছু কাজ করার পরিকল্পনা করতেই পারেন। আর্থিক দিক থেকে স্বস্তি পাবেন। ব্যবসায় বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক কথা শুনতে পারেন। নিজের প্রতি পূর্ণ আস্থা রেখে এগিয়ে যেতে হবে। 


সিংহ রাশি - আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি আনন্দের হবে।  বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে সকলে  আপনার মতামতকে গুরুত্ব দেবেন এবং আপনার দেওয়া পরামর্শগুলিকে স্বাগত জানানো হবে। চারপাশের লোকজনকে নিয়ে সতর্ক থাকতে হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।