কলকাতা: শুক্রবার একাধিক গ্রহের সংযোগ হতে চলেছে। এর প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে। এই ৬ রাশির কেমন কাটতে চলেছে দিন?
তুলা রাশি
তুলা রাশির জাতকরা আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারেন। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। সরল ভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে। ব্যাঙ্কে কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্ভব। দূরের যাত্রা করতে পারেন। কৃষিকাজের সঙ্গে জড়িত জাতকরা বিশেষ লাভ অর্জন করতে পারেন। সন্ধ্যা নাগাদ পরিজনদের মধ্যে কোনও কারণে বিবাদ সম্ভব।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির যে জাতকরা সামাজিক ক্ষেত্রে কাজ করেন, তাঁদের আজকের দিনটি শুভ। ভালো কাজ করে মর্যাদা লাভ করতে পারবেন। অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। নিজের সমস্যা সম্পর্কে পরিজনদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। সন্তান ভালোভাবে দায়িত্ব পালন করবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ কাটবে। সন্তানের কেরিয়ারের জন্য চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতনবৃদ্ধি সম্ভব। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে মতভেদ হতে পারে, যে কারণে চিন্তিত থাকবেন।
মকর রাশি
ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন। চাকরিজীবী জাতকরা আধিকারিকের কাছ থেকে সম্মান পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ সম্ভব, যার ফলে মন প্রসন্ন হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ভাইয়ের স্বাস্থ্য চিন্তা থাকবে। সন্ধ্যা নাগাদ কোনও তীর্থযাত্রায় যেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি আর্থিক দিক দিয়ে ভালো। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। পরিবারের কোনও বরিষ্ঠ সদস্যের সঙ্গে কোনও কথায় জেদ করবেন না, তা না-হলে তাঁরা রেগে যেতে পারবেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন, এর পর ভালো আয় করতে পারবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের আজকের দিনটি সমস্যায় পরিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ সম্ভব, তাই দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন। মানসিক অবসাদ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।