মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন। রাশিফলে দেখে নিন। 


মেষ রাশি (Aries Horoscope)


ভাল কাটবে দিন। ব্যবসা যাঁরা করেন, লাভ হতে পারে। ফলে মন থাকবে খুশি-খুশি। খরচও একটু বাড়তে পারে কাল। আর্থিক চিন্তা বাড়বে। ঘরে আয়োজন হতে পারে কোনও মঙ্গল অনুষ্ঠানের। চাকরি করেন যাঁরা, উন্নতির যোগ রয়েছে। মান-সম্মান মিলবে। পূর্ণ সহযোগিতা পাবেন জীবনসঙ্গীর। সন্তানের তরফ থেকে সুখবর পেতে পারেন।


বৃষ রাশি (Taurus Horoscope)


কাল পরিবার থেকে পেতে পারেন সুখবর।  চাকরি করেন যাঁরা তাঁদের দিনটি ভাল কাটবে। উন্নতির যোগ রয়েছে চাকরিতে, যাতে আর্থিক স্থিতি ভাল হওয়ার সম্ভাবনা। ভাল থাকবে মনও। ধর্মীয় কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন কাল। বাকসংযম বজায় রাখুন। অন্যথায় ঝগড়ায় জড়িয়ে পড়়তে পারেন। আপনার কোনও ব্যক্তিগত সমস্যা সবার সামনে চলে আসতে পারে। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন কাল। জীবনসঙ্গীর আর্থিক আয়োর জন্য নতুন কোনও উদ্যোগ নিতে পারেন। এতে আর্থিক স্থিতি আরও ভাল হওয়ার সম্ভাবনা।  


মিথুন রাশি (Gemini Horoscope)


দিনটি ভাল কাটার সম্ভাবনা। চাকরি যাঁরা করেন, ভাল কাটবে তাঁদের দিনও। অফিসে ভাল কাটবে দিন। কাজকারবারও চলবে ভাল। ব্যবসায়ীদের ব্য়বসায় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। অংশীদারি ব্যবসায় সহযোগীর পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্য একটু বিগড়োতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন। দাম্পত্য জীবনেও স্বল্প সমস্যা হতে পারে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মধুরভাব বজায় রাখুন। কারো সঙ্গে ঝগড়ায় না জড়ানোই ভাল। কোনও বাদ-বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়। ভাল কাটবে প্রেমজীবন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। 


কর্কট রাশি (Cancer Horoscope)


ভাল কাটবে দিন। ভাল কাটবে প্রেমজীবন। তবে প্রেমিক বা প্রেমিকার কোনও কথায় আঘাত পেতে পারেন। বৈবাহিক জীবন কাটবে ভাল। জীবনসঙ্গীর সঙ্গে সুখী দাম্পত্য কাটাবেন। ব্যবসায়ীদের জন্য মধ্যম দিন কাল। ব্যবসায় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। চাকরিক্ষেত্রে ভাল কাটবে দিন। সহকর্মীদের সঙ্গে খুশিতে-আনন্দে দিনটি কাটবে। চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্যও দিনটি শুভ। সন্তান ও জীবনসঙ্গীর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করুন। 


সিংহ রাশি (Leo Horoscope)


শান্তিতে কাটবে কালকের দিন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে কাল। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল নাও কাটতে পারে। ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা করলে থমকে যেতে পারে। চাকরিক্ষেত্রে কোনও সমস্যার উদ্রেক হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। চাকরিতে পরিবর্তনও করতে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন এবং সময়মতো চিকিৎসা করান। জীবনসঙ্গীর তরফ থেকে ভরপুর সাহায্য পাবেন। সন্তানের তরফ থেকেও মনে সন্তুষ্টি থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন আপনি। 


কন্যা রাশি (Virgo Horoscope)


উন্নতি হতে পারে আর্থিক স্থিতির। সম্পত্তি সংক্রান্ত উদ্যোগের ভাল দিন কাল। সময়ে সম্পন্ন হবে সব কাজ। কাল আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কারোর ক্ষতিসাধনের নিশানায় আপনি থআকতে পারেন, সতর্ক থাকা জরুরি। চাকরিক্ষেত্রে সাবধানে থাকাই শ্রেয়। ব্যবসায় নতুন কিছু করার জন্য দিনটি শুভ। ধনলাভের যোগ রয়েছে। কোনও কাজ আটকে থাকলে ক্ষতি এড়াতে করে ফেলাই শ্রেয়।  জীবনসঙ্গীর তরফ থেকে পূর্ণ সাহায্য পাবেন। সন্তানের তরফ থেকে মনে সন্তুষ্টি থাকবে। বজায় থাকবে বড়দের আশীর্বাদ। 


তুলা রাশি (Libra Horoscope)


মন কোনও বিষয় নিয়ে খুশি থাকবে। বাইরে যাওয়ার সময় সতর্ক থাকবেন। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রেমজীবনে অস্বস্তি থাকতে পারে। তৈরি হতে পারে দূরত্ব। গরিবদুঃখীকে সাহায্য করলে ফল মিলবে। শনি দেবের পুজো করুন, আনন্দ পাবেন। সন্তানের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সুখবর পেতে পারেন। ব্যবসা শুরু করতে চাইলে তার জন্য সময়টা ভাল আপনার। উন্নতি করবেন।



বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন কাল। পরিবারের অন্য সদস্যদের নানা অভিযোগ মেটাতে চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য ভাল কাটবে দিন। পড়াশোনায় মন থাকবে। তবে অসৎ সঙ্গ থেকে দূরে থাকাই শ্রেয়। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। অ্যালার্জির সমস্যা থাকলে সাবধানে থাকুন। সন্তানের ব্যাপারে কোনও বিষয়ে চিন্তায় থাকতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ধীরেসুস্থে সিদ্ধান্ত নিন। ব্যবসায় সময় বেশি দেওয়া দরকার। ব্যবসার সঙ্গে সঙ্গে অন্য কোনও কাজ করার যোগও রয়েছে। পৈত্রিক ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা। 


ধনু রাশি (Sagittarius Horoscope)



চাকরিক্ষেত্রে অস্বস্তি হতে পারে। ফলে কাজে মন বসবে না। মনেও অশান্তি হতে পারে। পড়ুয়াদের জন্যও দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা স্থগিত হতে পারে, ফলে বিচলিত হতে পারে মন। বাড়িতে কোনও সমস্যার কারণেও মনে অশান্তি দেখা দিতে পারে। পাড়ায় সাফাই কাজকর্মে নজর দিলে ভাল। ব্য়বসায় উন্নতির সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। শ্বশুরবাড়ির তরফ থেকেও মতানৈক্য হতে পারে। জীবনসঙ্গীর উপর সন্দেহ করলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। কাল দেখা হতে পারে পুরনো কোনও বন্ধুর সঙ্গে। 


মকর রাশি (Capricorn Horoscope)


কালকের দিন ভাল কাটবে। অনেক সমস্যা আসার সম্ভাবনা কিন্তু নিজের বুদ্ধির জোরে সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ঘাবড়ানোর দরকার নেই। চিন্তা করলে অস্বস্তি কাটবে না। চাকরিক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কারো দ্বারা। শেয়ার বাজার থেকে লাভ হওয়ার সম্ভাবনা। জীবনসঙ্গীকে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, ভরপুর সাহায্য পাবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। পড়ুয়াদের জন্য ভাল কাটবে কালকের দিন। জীবনে সাফল্য পাওয়ার জন্য অত্যধিক পরিশ্রম করবেন। পরিশ্রমের ফলও মিলবে। 


কুম্ভ রাশি (Aquarius Horoscope)


কষ্টে কাটতে পারে কালকের দিন। বৈবাহিক জীবনে নজর দিন নয়তো সমস্যায় পড়তে হতে পারে। কোনও সমস্যায় থাকতে পারেন জীবনসঙ্গী, তাই সঙ্গ ও সময় দেওয়া জরুরি। চাকরিক্ষেত্রে ভরপুর থাকবে আত্মবিশ্বাস ও এনার্জি। সব কাজ সময়ে করতে পারবেন। ফলে মনও ভাল থাকবে। দীর্ঘমেয়াদি শেয়ারে লাভ হতে পারে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। পায়ের বা কোমরের সমস্যা ভোগাতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। 


মীন রাশি (Pisces Horoscope)


বিশেষ কোনও উপলব্ধি হবে কাল। সরকারি চাকুরেদের প্রমোশন যোগ। বাড়তে পারে বেতন। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। পদস্থ আধিকারিকের প্রশংসা পেতে পারেন। দিনযাপনে বদল আনা ভাল। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। লাভও হতে পারে ব্যবসায়। ফলে খুশি থাকবে মনে। নিজের অতীত মনে করে কষ্ট পেতে পারেন। সম্পত্তি জনিত বিবাদে জড়িয়ে পড়তে পারেন কাল। তাতেও বিচলিত হতে পারে মন।  


 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।