কলকাতা: কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। আজ শুক্রবার ২২ জুলাই কেমন কাটবে আপনার দিন? আগাম জেনে নিন কী রয়েছে আপনার রাশিতে।
মেষ রাশি
সরকারি স্তরে বা উচ্চপদস্থ কোনও পদের সুযোগ পেতে পারেন। ব্য়ক্তিগত সম্পর্কে উন্নতি হবে। যারা সিঙ্গল তাঁরা কোনও সম্পর্কে জড়াতে পারেন। শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে যার ফলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও মজবুত হবে। কোনও রোগের সঙ্গে লড়াইয়ের শক্তি আপনার থাকবে। কোনও অসুস্থতা থাকলে সেরে উঠবেন।
বৃষ রাশি
অংশীদারি ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কাজে কোথাও গেলে তা সফল হবে। উৎসাহ-উদ্দীপনায় কোনও ঘাটতি থাকবে না। উদ্দীপনার কারণে কর্মক্ষেত্রে ভাল ফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
আজ শত্রুদের দাপট থাকবে। তাদের সঙ্গে সরাসরি লড়াইয়ে না যাওয়াই ভাল। কাজের জায়গায় কোনও গসিপে অংশগ্রহণ করবেন না। জীবনের নানাভাবে চ্যালেঞ্জ আসবে। ব্যবসা থাকলে অংশীদারের সঙ্গে ঝগড়া হতে পারে।
কর্কট রাশি
নতুন কোনও ব্যবসা শুরু করবেন না, ক্ষতির মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি থাকলে বা ভুল বোঝাবুঝি হলে সম্পর্কে সমস্যা হতে পারে। ভেবে কথা বলুন। চোখ বা তলপেট নিয়ে সমস্যা হতে পারে। সতর্ক থাকুন।
সিংহ রাশি
বিবাহিত দম্পতিদের মধ্যে সম্পর্কের গভীরতা আরও বাড়বে। যাঁরা সিঙ্গেল তাঁরা পছন্দের সঙ্গী পেতে পারেন। ভাইবোনের সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আজে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। পছন্দের সঙ্গীর খোঁজ মিলতে পারে।
কন্যা রাশি
আর্থিক পরিস্থিতির দিকে লক্ষ্য রাখুন, বেহিসেবি খরচ করবেন না। নয়তো ঋণ বিতে হতে পারে, যা পরে ফেরাতে সমস্যা হবে। যদিও এই সময় মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরে রাখতে হবে। ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে। আজ হঠাৎ খরচ বাড়তে পারে। পরিবারে কিছু সমস্যা হতে পারে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
তুলা রাশি
আজ আপনার সহযোগিতার মানসিকতা থাকবে। সহজে সবকিছু মানিয়ে নিতে পারবেন। কর্মক্ষেত্রে ভাল সময়ে ইঙ্গিত। নিজের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারবেন, তার জেরে কর্মক্ষেত্রে উন্নতিও হবে। মিডিয়া বা বিনোদনমূলক জগতের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য় এই সময়টা শুভ। প্রেমের সম্পর্কে থাকলে তা শুভ হবে।
বৃশ্চিক রাশি
কোনও কঠিন সমস্যার সমাধান বের করে তাক লাগাতে পারেন। দীর্ঘদিন ধরে যাঁরা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, তাঁরা তা পেতে পারেন। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় রয়েছেন তাঁরা বড়সড় লাভের মুখ দেখতে পারেন। ব্যক্তিগত জীবনেও আনন্দ পাবেন, ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর হবে। সামাজিক বৃত্ত বাড়ানোর জন্য এটি ভাল সময়। যেকোনও কাজে পরিবারের সমর্থন পাবেন।
ধনু রাশি
এই সময়টা নিজের ব্যবসা শুরু জন্য ভাল সময়। ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। নতুন কারও সঙ্গে আলাপ হতে পারে। যাঁরা সিঙ্গল রয়েছেন তাঁরা সঙ্গীর খোঁজ পেতে পারেন। সহকর্মী ও সিনিয়রদের কাছে সম্মান পাবেন।
মকর রাশি
সঙ্গীর সঙ্গে উল্লেখযোগ্য সময় কাটাতে পারেন, তাতে সম্পর্কে আরও উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজ এমন কারও সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যিনি আপনার পেশাগত জীবনে ভাল প্রভাব ফেলবেন। যারা সরকারি চাকরি করেন তাঁদের ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
আজ কাজের ক্ষেত্রে নানা ওঠা-নামা থাকবে। বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে আপনাকে। ঠিকমতো কাজ করতে গেলে একটু বেশি খাটতে হবে। কর্মক্ষেত্রে কোনওরকম গসিপে ঢুকবেন না, সেটি ক্ষতিকারক হতে পারে।
মীন রাশি
আজ আপনার সৃজনশীল দিক বিকশিত হবে। মেন্টর বা বয়সে বড় কারও থেকে যথেষ্ট স্নেহ এবং সমর্থন পাবেন। একাধিক উৎস থেকে আয বৃদ্ধি হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতি পেতে পারেন আপনি। পরিবারে নতুন কারও আগমন হতে পারে।