কলকাতা:  আজ ৯ অক্টোবর, রবিবার। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। আজকের দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।


মেষ- চারপাশে তাকালে আপনাকে ঘিরে থাকা আশীর্বাদগুলি আপনাকে মুগ্ধ করবে। পরিবার, বন্ধু, আত্মীয়দের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রত্যাশা অনেক থাকবে। তা পূরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে, নতুন কিছু শুরু করার সঠিক সময় এটা নয়। পুরনো কাজগুলি আগে সেরে ফেলা দরকার। আর্থিক সমস্যা চিন্তা বাড়াতে পারে। প্রেমের সম্পর্কও খুব একটা ভালো নাও যেতে পারে।


বৃষ- প্রেমের জন্য কোনও বড় ত্যাগ করতে হতে পারে। আর এই ত্যাগ করার সিদ্ধান্তই প্রেমের সম্পর্কের শীতলতা কাটাবে। নরম স্বভাব সকলকে মুগ্ধ করবে। কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ভাগ্যের উপর আরও বেশি নির্ভর করতে হতে পারে। স্বাস্থ্য খুব একটা নাও ভোগাতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটাতে হতে পারে।


মিথুন- সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদ বিতর্ক দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষর সুনজরে পড়তে পারেন। দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। মানসিক অবসাদ কাটাতে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা দেখা দিতে পারে।


কর্কট- বাড়তি উপার্জনের রাস্তা খুলে যেতে পারে। বহু শ্রম ও দক্ষতায় কর্মক্ষেত্রে স্বীকৃতি মিলতে পারে। গুরুজনের পরামর্শে সাংসারিক সমস্যার সমাধান। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে পারে। নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। 


সিংহ- কর্মস্থলে গোলযোগের আশঙ্কা। আলস্য বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। ভাগ্যদয়ের জন্য বিকল্প কাজের চেষ্টা করা প্রয়োজন। ব্যাপকভাবে অর্থনৈতিক সঙ্কট আসতে পারে। 


কন্যা- সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে বিরোধ চরমে পৌঁছতে পারে। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ। তবে, পুলিশি ঝামেলা এড়াতে না পারলে বিপত্তির আশঙ্কা। 


তুলা- প্রিয়জনের কাছ থেকে মারাত্মক মানসিক আঘাত পেতে পারেন। লাগাতার অপ্রিয় সত্য কথনের অভ্যাস থেকে বিরত থাকাই শ্রেয়। কর্মে দক্ষতা থাকা সত্বেও কর্মন্নোতি পিছিয়ে যাওয়ায় মানসিক হতাশা বাড়তে পারে। প্রিয়জনের স্বাস্থ্য চিন্তা বাড়াতে পারে।


বৃশ্চিক- সহকর্মীদের কূটচালে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কাছেপিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। গবেষণায় বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায় বিনিয়োগের আগে ভেবে নেওয়া দরকার।


ধনু- পড়শিদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রাগ সংযত রাখতে না পারলে বিপত্তির আশঙ্কা। কোনও মহিলা দ্বারা মানহানির সম্ভাবনা। বৃত্তি বদলের যোগ রয়েছে। 


মকর- লটারি কিংবা অন্য কোনওভাবে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। প্রিয়জনের ব্যবহারে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। মাতৃস্থানীয় কারও কাছ থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবে নেওয়া দরকার।


কুম্ভ- দুর্ঘটনায় চোট লাগার সম্ভাবনা। কোনও দামী বস্তু হারিয়ে মানসিক হতাশা বৃদ্ধি। চুরির কারণে ক্ষয় ক্ষতির আশঙ্কা। কর্মস্থলের প্রতিকূল পরিস্থিতি কেটে যেতে পারে।


মীন- মিষ্টি ব্যবহার ও কথার কারণে প্রশংসিত হতে পারেন। হাজার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভেঙে পড়লে চলবে না। ভাগ্য সহায় থাকতে পারে। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা।