কলকাতা : আজ শনিবার, ১১ ফেব্রুয়ারি। কেমন যাবে আপনার দিনটা ? দেখে নিন রাশিফলে...


মেষ : আজ দিনটা সাধারণভাবে পেরিয়ে যাবে। স্বাস্থ্যখাতে খরচ বাড়বে। নেতিবাচক চিন্তা করবেন না। মৃদু মরসুমি অসুস্থতায় ভুগতে পারেন।


বৃষ : আবেগ নয়, এই সময়টায় জ্ঞান ও ধূর্ততার সঙ্গে কাজ করুন। চারপাশের পরিস্থিতির কিছুটা বদল হবে। অযথা তর্কাতর্কি করে সময় নষ্ট করবেন না। স্বাস্থ্য ভাল থাকতে পারে।


মিথুন : গুজবে কান দেবেন না। ধর্মীয় কার্যকলাপে পরিবারের সঙ্গে সময় কাটালে শান্তি আসবে। মনে জোর রাখুন। সমস্যাকে ভয় করার পরিবর্তে, তার সমাধান বের করার চেষ্টা করুন।


কর্কট : যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভাগ্য আপনার সহায় থাকবে। অন্যের কথোপকথনে জড়াবেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। স্বাস্থ্য ভাল থাকতে পারে।


সিংহ : কেরিয়ারের ক্ষেত্রে নিজের সক্ষমতা ব্যবহার করুন। কোনও কারণ ছাড়াই বাদানুবাদের জেরে পরিবারের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। স্বামী-স্ত্রীর মধুরতা বজায় থাকবে। যাঁরা ডায়াবেটিক তাঁরা বিশেষ যত্ন নিন।


কন্যা : প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। অন্যকে অতিরিক্ত বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে পারেন। সাম্প্রতিক পরিস্থিতির জন্য ব্যবসায় পরিকল্পনা সফল হবে না। 


তুলা : ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। চিন্তার কারণে কোনও কাজ এড়ানোর চেষ্টা করবেন না। কোনও নিকট আত্মীয়ের থেকে দুঃখের খবরে মানসিক শান্তি নষ্ট হতে পারে।


বৃশ্চিক : হৃদয়ের পরিবর্তে মন দিয়ে কাজ করুন। পরিবারের নিরাপত্তা নিয়ে যে নিয়ম বানিয়েছেন তা সঠিক। আয়ের থেকে ব্যয় বেশি হবে। ভুল খাতে খরচে লাগাম টানুন। 


ধনু : আজ কোনও আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। দক্ষতার সাহায্যে কোনও ভাল কাজ শেষ করতে পারেন। আপনার উদারতার সুযোগ নিতে পারে কেউ।


মকর : যে কোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন ছাত্র-যুবরা। অতিরিক্ত আলোচনা করে সময় নষ্ট করবেন না। 


কুম্ভ : নিকট আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার অতিরিক্ত সন্দেহ-প্রবণতা সমস্যার কারণ হতে পারে। কাজের জায়গায় বিবাদ সৃষ্টির সুযোগ দেবেন না।


মীন : যে কোনও সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করুন। আপনার গুরুত্বপূর্ণ নথি নিরাপদে রাখুন। পরিবারের সঙ্গে কিছু সময় কাটালে ভাল হয়। স্বাস্থ্য ভাল থাকতে পারে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)