কলকাতা: কেমন যাবে ৯ জানুয়ারি? কী বলছে রাশিফল?
মেষ : সতর্কভাবে অফিসে নিজের কাজ শেষ করবেন। সতর্ক না থাকলে কাজ নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়ীরাও এদিন সতর্ক থাকবেন। যে কোনও ধরনের বিনিয়োগ করার আগে সবদিক আলোচনা করে ভেবে নিয়ে তবেই পরিকল্পনা করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সাবধানে এগোন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য় নিয়ে সাবধানে থাকতে হবে।
বৃষ: দিনটি ভাল যাবে। অফিসে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ব্যবহার করুন। নয়তো বিরোধীরা আপনার সুবিধা নিতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা সাময়িক ক্ষতির মুখে পড়তে পারেন, তবে শীঘ্রই অবস্থায় বদল হবে। কোনওরকম ঝামেলা থেকে দূরে থাকুন।
মিথুন : আটকে থাকা কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসা বৃদ্ধির জন্য় ভাল দিন এটি। বড়দের পরামর্শ মেনে কাজ করলে ভাল হবে। কোনও ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন।
কর্কট: অনলাইনে কাজ করলে সবসময় মেলের দিকে নজর রাখুন। যাতে গুরুত্বপূর্ণ কোনও মেল নজর এড়িয়ে না যায়। আজ কোনও কাজ করতে ভাল না লাগলে বিশ্রাম নিতে পারেন। পরিবারের বয়স্ক মহিলার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন।
সিংহ: তালিকা মেনে কাজ করুন। তাহলে সহজেই কাজ শেষ হবে। আপনার কর্মদক্ষতায় কর্মকর্তারা খুব খুশি হবেন। ব্যবসায়ীরা এদিন মুনাফা দেখতে পারেন। অর্থের অভাব হবে না। মনসংযোগ বৃদ্ধির চেষ্টা করুন। পরিবারের চাহিদা মেটানোর চেষ্টা করুন।
কন্যা:অফিসে পরিস্থিতির দিকে নজর রাখুন। অপ্রীতিকর কিছু ঘটতে পারে। শুরু থেকেই ঠিকমতো কাজ করুন যাতে কেউ ভুল না ধরতে পারে। চিকিৎসা সংক্রান্ত জিনিসের ব্য়বসায়ীরা সমস্ত কাগজ ও নথি ঠিক রাখুন, প্রয়োজন পড়তে পারে। বন্ধুর সঙ্গে সমস্যা মিটিয়ে নিন।
তুলা: অর্থ সম্পর্কিত কাজ করছেন এমন কেউ কাজের ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। সাবধানে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা পুরস্কার পেতে পারেন। আত্মবিশ্বাস ভাল থাকবে তার প্রতিফলন ঘটবে কাজে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্য়া থাকবে দ্রুত চিকিৎসক দেখাবেন।
বৃশ্চিক: কাজের জন্য কোথাও ভ্রমণে যেতে হতে পারে। অফিস ট্রিপের সব কাগজ গুছিয়ে রাখুন যাতে পরে ঝামেলা না হয়। ব্যবসায়ীরা ভাল আয় পেতে গেলে ব্যবসায় আরও অর্থ বিনিয়োগ করুন। এখনই নতুন কোনও কাজ শুরু করবেন না।
ধনু: কর্মক্ষেত্রে সব কাজ ভালভাবে শেষ করতে পারবেন। এখনই নতুন কোনও কাজ শুরু করবেন না। ব্যবসায়ী আজ খুব বড় লাভ চোখে দেখবেন না। তবে ছোট ছোট লাভ হবে, তাতেই স্বস্তি পাবেন। শরীর সুস্থ রাখার জন্য মেপে খাবার খান।
মকর: বেকাররা চাকরির খোঁজ পেতে পারেন। কেউ কেউ বিদেশেও চাকরির সুযোগ পেতে পারেন। গবেষণা সংক্রান্ত কাজে রয়েছেন এমন ব্যক্তিরা এদিন কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। অগ্নি দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। সামাজিক কোনও কাজে যোগ দিতে পারেন।
কুম্ভ : অফিসের কোনও কাজ নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। মন শান্ত রাখুন। কাজের মাঝে বিশ্রাম নিতে হবে আপনাকে। যাঁরা নতুন ব্য়বসা শুরু করেছেন তাঁরা ব্যবসার হিসেব নিকেশ নিয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যের কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।
মীন: দিনটি ভাল যাবে। সহকর্মীদের সঙ্গে ছোটখাট তর্ক হতে পারে। তবে এসব এড়িয়ে চললেই ভাল। ব্যবসা সম্পর্কিত ভাল খবর পারেন। বাড়িতে কোনও পরিবর্তন চাইলে প্রথমেই পরিবারের সদস্যের সঙ্গে কথা বলুন। স্বাস্থ্য় নিয়ে সতর্ক থাকুন। ভুল বন্ধুদের থেকে দূরে থাকুন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: ইতিহাসেও মিলবে ছাঁকা নম্বর! কীভাবে লিখতে হবে উত্তর? কোন চ্যাপ্টারে বেশি গুরুত্ব?