Dhanteras 2022 Chawal Totke: ধনতেরস ( Dhanteras , Sunday) কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। ধনতেরসের দিন থেকে দীপাবলি উৎসব শুরু হয়। ধনতেরসে পিতল ও রুপোর পাত্র কেনার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয়, যে এই দিনে পাত্র ক্রয় করা সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে।


ধনতেরাসের দিন সন্ধেয় যমদেবকে একটি প্রদীপ দান করা হয়। বিশ্বাস , এতে মৃত্যুর দেবতা যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। ধনতেরসের দিনে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে চাল দিয়ে পুজো করা হয়। কিন্তু তার একটা রীতি আছে। 


ধনতেরসে চাল দিয়ে পুজো 



  • ধনতেরসের দিনে চাল দিয়ে মহালক্ষ্মীর পুজো করলে  বিশেষ ফল দেয় বলে বিশ্বাস। এই দিনে লক্ষ্মী-গণেশ ও ধনদেব কুবেরের পুজো করুন। এর পর  ২১টি চাল  একটি লাল কাপড়ে মুড়ে আপনার ভল্টে বা রাতে যেখানে টাকা রাখেন সেখানে রাখুন। লক্ষ্মীর ঝাঁপিতেও রাখতে পারেন।  এতে আর্থিক  অনটন দূর হয় এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।

  • ধনতেরসে পুজো করার পর বাড়ির সব সদস্যের কপালে তিলক লাগাতে হবে। এই তিলকে চাল ব্যবহার করলে সৌভাগ্য আসে।

  • ধনতেরসে একটি তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। বিশ্বাস করা হয,  এতে ভাগ্যের দোষ কাটে।

  • এই দিনে ভগবান শিবকে ৫টি চাল নিবেদন করে ভোলেনাথ প্রসন্ন হন। ধনতেরসের দিন ভগবান শিবকে চাল নিবেদন করলে সব সমস্যার সমাধান হয় বলে বিশ্বাস।

  • যদি আপনার কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান দুর্বল থাকে এবং আপনি সবসময় মানসিকভাবে অস্থির থাকেন, তাহলে ধনতেরসের দিন একমুঠো চাল দান করুন। এতে করে চন্দ্র শক্তিশালী হয়।

    ধনতেরসের তারিখ ও সময়:


    ধনতেরস পুজোর তারিখ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২


    ধনতেরাস পুজোর সময় - বিকেল ৪.৪৮  থেকে ০৬.০৩ পর্যন্ত 

    সময়কাল -১ ঘণ্টা ১৫ মিনিট 


    প্রদোষ কাল - বিকেল ৪.৪৮ থেকে সন্ধে ৭.২০ 

    বৃষভ কাল - ৬.০৩ থেকে সন্ধে ৮ টা


    ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে  - ২২ অক্টোবর, ২০২২ তারিখে সন্ধে  ০৬.০২ থেকে
    ত্রয়োদশী তিথি শেষ হবে - ২৩ অক্টোবর, ২০২২ তারিখে সন্ধে  ০৬.০৩ থেকে