শুক্র গোচর ১২ টি রাশির উপরই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিজয়া দশমী বা দশেরার পর গ্রহ নক্ষত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। তাই নবরাত্রি শেষ হওয়ার পর থেকেই ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে। শুক্র গ্রহ প্রশান্তি, আনন্দ, সুখের প্রতীক। নবরাত্রির পর  শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। উৎসবের মরসুমে অনেক রাশিচক্রের জন্য শুক্রের গমন শুভ প্রমাণিত হতে পারে।  


রবিবার, ১৩ অক্টোবর, শুক্র ইতিমধ্যেই বৃশ্চিক রাশিতে স্থানান্তরিত হয়েছে । দশেরার ভোরেই স্থান বদলেছে শুক্র। আগামী  ৭ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে শুক্র। দীপাবলির আগে শুক্রের রাশির পরিবর্তন অনেক রাশির চিহ্নের জীবনে সুখের জোয়ার নিয়ে আসবে। 


শুক্র আগামী ২৫ দিনের জন্য বৃশ্চিকে স্থায়ী হচ্ছে। অনেক রাশিচক্রের জন্য শুভ ফল দেবে এই অবস্থান।  কারণ শুক্র গ্রহের পর বুধ গ্রহও ধনতেরসের দিন বৃশ্চিক রাশিতে গমন করবে। এমন অবস্থায় বুধ ও শুক্রের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের ট্রানজিট থেকে দারুণ উপকার পেতে চলেছে।  


বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের সান্নিধ্যে প্রচুর সুবিধা পেতে চলেছেন। শুক্র সুস্বাস্থ্য প্রদান করে। ব্যবসায় অগ্রগতি হবে ।  আর্থিক লাভ হবে হঠাৎ করেই। এই সময়ে কাজে হাত দিলেই সাফল্য আসবে।   


কর্কট রাশি : শুক্র গ্রহের প্রভাবে কর্কট রাশির জাতক হলে প্রেম জীবন চমৎকার ফল আসতে চলেছে।  যারা প্রেম-সম্পর্কে আছেন, এবার বিয়ে করতে চান, তাঁরা এই সময়ে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনেও সুখ থাকবে। পড়াশোনা ইত্যাদির জন্যও সময়টা ভাল। সাফল্যের যোগ আছে। 


সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা সম্পদ থেকে লাভবান হবেন। এছাড়াও, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চলা মামলার সমাধান হতে পারে।  আপনি ধনতেরসে  ধন দৌলত বাড়িতে তুলতে পারবেন, বাড়ি বা যানবাহন কেনার কথা ভাবতে পারেন। 


তুলা রাশি : আসন্ন সময়টি তুলা রাশির জাতকদের জন্য ভাল হতে চলেছে। এই সময়ে, কাজের প্রশংসা করা হবে এবং প্রত্যাশিত অগ্রগতি হবে।


বৃশ্চিক রাশি: শুক্র বৃশ্চিক রাশিতেই আছে।  তাই এই রাশির জাতকরাই  সর্বাধিক সুবিধা পাবেন। এই সময়ে আপনার আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে এবং আপনি অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে সময়টা ভাল। 


কুম্ভ রাশি: শুক্র গ্রহের স্থানান্তর কুম্ভ রাশির জাতকদের জন্য সুবর্ণ সময় নিয়ে আসতে চলেছে । উৎসবের মরসুমে, আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।