দীপাবলির ২ দিন আগে ধনতেরস। এইদিনই ধনলক্ষ্মী ও কুবেরের আরাধনার মাধ্যমে শুরু হয়ে যায় আলোর উৎসবের। কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরস উৎসব উদযাপিত হয়। এই বছর ধনতেরস উদযাপিত হবে ২৯ অক্টোবর। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিন ধন্বন্তরী সমুদ্র মন্থনের পর অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, এই বছর ধনতেরসের উৎসব জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিশেষ গুরুত্ববহ। কয়েকটি রাশির জন্য এই উৎসব বেশ আনন্দের হতে চলেছে। নানাদিক থেকে সমৃদ্ধি আসবে কয়েকটি রাশির ভাগ্যে। বুধ তার রাশিচক্র পরিবর্তন করবে । সেই সঙ্গে শুক্রের সঙ্গে মিলিত হবে। এর ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এছাড়া তিনটি গ্রহ বুধ, শুক্র এবং বৃহস্পতিরও ত্রিগ্রহী যোগ তৈরি করবে, যা অনেক রাশির জাতকদের উপকারে আসবে।
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য এবারের ধনতেরস বলা যেতে পারে সুবর্ণ সময়। এই সময় গঠিত হচ্ছে ত্রিগ্রহী যোগ। এর শুভ ফল পাবেন এই রাশির জাতকরা। এই সময়ে, ব্যবসায় অভূতপূর্ব উন্নতি হতে পারে। চাকুরিরতরা বিশেষ উপকৃত হবেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে।
মিথুন রাশি : মিথুন রাশির অধিপতি বুধ। এমন পরিস্থিতিতে, ধনতেরসে বুধের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের অনেক উপকার হবে। এই সময়, আপনার কর্মজীবন এবং ব্যবসায় বড় কিছু ঘটতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদও থাকবে এই রাশির জাতকদের সঙ্গেই।
তুলা রাশি: ধনতেরসে তৈরি হওয়া বিশেষ যোগ তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে। প্রেম ও পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল যাবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে । কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। আর গ্রহ নক্ষত্র যদি আপনার সহায় থাকে, তাহলে আর চিন্তা কীসের !
ডিসক্লেমার: এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :