কলকাতা: কার্তিক অমাবস্যায় দীপাবলি পালিত হয়। এই বছর, ৩১ অক্টোবর দীপাবলিতে, শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে। এতে শশ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হবে। দীপাবলিতে শনির এই শুভ সংযোগ ৩০ বছর পর ঘটছে।


দীপাবলি ৩০ অক্টোবর ২০২৪-এ উদযাপিত হবে। এই বছর, শনিদেব ৩০ বছর পর দীপাবলিতে একটি শুভ কাকতাল তৈরি করবেন। এমন পরিস্থিতিতে শনির কৃপায় কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, জেনে নিন কারা সেই সৌভাগ্যবান রাশির জাতকরা।


মেষ রাশি- দীপাবলিতে শনির বিপরীতমুখী হওয়া মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আয়ের উৎস খুলবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।                                                         


বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এবারের দীপাবলি খুব ভাগ্যবান হবে। আপনি চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার কর্মজীবনের গ্রাফকে বাড়িয়ে তুলবে। পদের সঙ্গে সঙ্গে টাকাও বাড়বে। পরিবারে সুখের পরিবেশও থাকবে।


কুম্ভ রাশি- দীপাবলিতে শনির শুভ সংযোগ কুম্ভ রাশির জাতকদের আর্থিক সুবিধা দেবে। আটকে থাকা টাকা উদ্ধার হবে। দাম্পত্য জীবনে চলমান অশান্তি দূর হবে। ভালো চাকরির সুযোগ পাবেন।


মকর রাশি- এবারের দীপাবলি মকর রাশির জন্য আনন্দের উপহার নিয়ে আসছে। শনির কৃপায় অর্থ সমস্যার সমাধান হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসায়ীদের কিছু বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। যা দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে।


দীপাবলিতে, প্রদোষের সময় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, এছাড়াও এই দিনটিকে কেনাকাটার জন্য খুব শুভ বলে মনে করা হয়। যানবাহন, সম্পত্তি, খাতা, সোনা ইত্যাদি কিনে মা লক্ষ্মী প্রসন্ন হন।


আরও পড়ুন, লক্ষ্মীপুজোর পরই ৫ রাজযোগে বিরাট ভাগ্য! সাফল্যর চূড়ায় ৩ রাশি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে