নবরাত্রির সময়টিতে জগৎ  সংসারের উপর আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদ বর্ষিত হয়। নয়টা দিন নয় রূপে পূজিত হন দেবী।  এ সময় মানুষ মা-কে বন্দনা করে অশুভ সবকিছুর বিনাশ চায় মানুষ। জ্যোতিষশাস্ত্র মতেে, এমন কিছু রাশি আছে যার উপর মায়ের আশীর্বাদ সবসময় থাকে। এবারের নবরাত্রিও অন্যথা নয়। এই রাশিগুলির জন্য খুবই শুভ এই সময়টা । 


৫ অক্টোবর। নবরাত্রির তৃতীয় দিন।  সর্বত্র পূজিত হচ্ছেন মা।  প্রতিপদে ঘটস্থাপনা করে  শৈলপুত্রীর পুজো হয়। এরপর  দ্বিতীয়ায় পূজিত হন ব্রহ্মচারিণী । তৃতীয়ায় গৌরী পুজো ও চন্দ্রঘণ্টা পুজো। চতুর্থীতে  কুষ্মাণ্ড পুজো । পঞ্চমী, শনিবার পঞ্চমীতে পুজো হয় স্কন্দমাতার।  কাত্যায়নী পুজো হয় ষষ্ঠীতে। মহাসপ্তমীতে পূজিতা হন কালরাত্রি । মহাঅষ্টমী তিথিতে মহাগৌরী পুজো হয়। সিদ্ধিদাত্রী রূপে মা পূজিতা হন নবমীতে। এবার নব রাত্রি কোন কোন রাশর জন্য সৌভাগ্য বয়ে আনতে পার জেনে নিন। 


বৃষ রাশি : জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃষ রাশির জাতকদের পরম পূজ্য মা দুর্গা। অতএব, বৃষ রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে। এমন পরিস্থিতিতে নবরাত্রির সময় বৃষ রাশির জাতক জাতিকাদের রীতি অনুযায়ী পুজো করা উচিত। এ সময় অসমাপ্ত কাজ শেষে হবে। সম্পর্কগুলো সুন্দর হবে। কথা কাটাকাটি এড়িয়ে চলতে হবে। শত্রুও আপনার গুণে মুগ্ধ হবে। কার্ষসিদ্ধির জন্য সুসময়। 


সিংহ রাশি: মায়ের বাহনই সিংহ। তাই তাঁকে সিংহবাহিনীও বলা হয়। তাই সিংহ রাশির জাতকরা সর্বদা দেবী দুর্গার আশীর্বাদ পান। মায়ের কৃপায় এই রাশির জাতকরা কর্মজীবন ও ব্যবসায় অনেক উন্নতি লাভ করেন। নবরাত্রির সময়, নয় রূপে মা দুর্গার পুজো সাফল্যের দরজা খুলে দেয়। অন্তরে শক্তি জোগায়। 


তুলা রাশি :  জ্যোতিষশাস্ত্রবিদ অনীশ ব্যাস মনে করেন,  তুলা রাশির জাতকদের আরাধ্য দেবতা শুক্র এবং দেবী দুর্গা। তাই ভক্তি সহকারে দুর্গার পুজো করলে অবশ্যই এর সুফল পাওয়া যাবে। নবরাত্রির সময়, মা দুর্গার পুজো করলে সঙ্কট কাটে।  স্তোত্র-মন্ত্র পাঠে বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যায়। মনে শক্তি আসে। ব্যক্তিত্ব ঋজু হয়। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।