ফেব্রুয়ারি মাসটি গ্রহ নক্ষত্রের দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে । এই মাসের চার গ্রহ স্থান পরিবর্তন করবে। কারও হবে রাশি পরিবর্তন , কারও আবার নক্ষত্র পরিবর্তন। 

 শনি

প্রথমেই আসা যাক শনির কথায়। শনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করেন না, নক্ষত্রও পরিবর্তন করে। প্রতিটি রাশির মানুষের জীবনকে কোনও না কোনওভাবে প্রভাবিত করে শনির নক্ষত্র পরিবর্তনও। পঞ্চাঙ্গ অনুসারে, ন্যায়ের দেবতা শনি বসন্ত পঞ্চমী  অর্থাৎ ২ ফেব্রুয়ারি সকাল ৮.৫১ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে।  এছাড়া এই  মাসেই কুম্ভ রাশিতে অস্ত যাবেন শনি। আবার উদিত হবেন মীন রাশিতে। তারও প্রভাব পড়বে কয়েকটি রাশির উপর । 

বৃহস্পতি

বৃহস্পতি হলেন দেবগুরু । সৌভাগ্যের কারক বৃহস্পতি। আগামী ৪ ফেব্রুয়ারি  বিকাল ৩.০৯ -এ প্রত্যক্ষ হবেন দেবগুরু। বৃহস্পতির পরিবর্তনশীল গতি অনেক রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে। 2025 বৃহস্পতি তিনবার তার অবস্থান পরিবর্তন করবে। মিথুন এবং ধনু সহ ৪রাশির জন্য বৃহস্পতির  অবস্থান খুব চ্যালেঞ্জিং হবে, যে কারণে  সেই রাশিগুলিকে নতুন বছরে সাবধানে কাজ করতে হবে।                            

বুধ

বুধ ১১ ফেব্রুয়ারি দুপুর ১২.৫৮ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে মীন রাশিতে যাবে। ১২  ফেব্রুয়ারি রাত ১০.০৩  মিনিটে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি   আগে থেকেই এখানে উপস্থিত।  এমন পরিস্থিতিতে বাবা-ছেলের মিলন হবে।

সূর্য

ফেব্রুয়ারিতে শনি, সূর্য, বৃহস্পতি ও বুধের গোচরের জন্য কুম্ভ রাশির মানুষের দীর্ঘদিনের আর্থিক সমস্যার অবসান ঘটবে। প্রতিযোগিতামূলর পরীক্ষার  জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা  সুখবর পাবেন।

কারা লাভবান ?

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসটি সবমিলিয়ে সিংহ, মিথুন এবং কর্কট রাশির জাতকদের জন্য একটি সৌভাগ্যের মাস প্রমাণিত হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে।  জীবনসঙ্গীর সঙ্গে  সম্পর্ক উন্নত হবে। অর্থ প্রবাহের জন্য নতুন পথ খুলে যাবে।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।