রাশিচক্রের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব অনেকটাই স্থির করে কারও সারাদিন কেমন কাটবে। তবে মনে রাখা দরকার, একই রাশির সব জাতকের ভাগ্য একই খাতে বয় না। কারণ তাঁর ব্যক্তিগত জন্মছক। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির অবস্থানের ভিত্তিতে রাশিচক্র সম্পর্কে কিছু তথ্য জানা যায়। 


প্রতি মাসে গ্রহের অবস্থান ভিন্ন হয় । ফেব্রুয়ারি মাসটি কয়েকটি রাশির জন্য বেশ ভালো হতে চলেছে এবং কারও কারও জন্য আবার বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে এই মাসে ঘটে চলা কয়েকটি ঘটনা।  ফেব্রুয়ারি নতুন ঋতু শুরুর মাস। ফেব্রুয়ারি প্রেমের মাস। এই সময়টা কোন কোন রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। আর তার সঙ্গে জেনে নেওয়া যাক, সমস্যা এড়িয়ে ভাল থাকার সহজ টিপসও। 


বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। মাসের শুরু থেকেই হঠাৎ করেই এই রাশির জাতকদের মাথায় দায়িত্বের পাহাড় ভেঙে পড়তে পারে। মাসের প্রথমার্ধে, কর্মক্ষেত্রে কিছু সমস্যার জল্য কোনও ব্যক্তিকে তার চাকরি পরিবর্তন করতে হতে পারে। এই রাশির জাতক জাতিকারা মাসের মাঝামাঝি সময়ে জীবনে এগিয়ে যাওয়ার পথে হোঁচট খেতে পারেন। এই সময়ে,পরিবার ও আশেপাশের মানুষজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধা হতে পারে। এই মাসে যাঁরা চাকরি হারাবেন, তাঁরা বেকার হয়ে পড়তে পারেন।


কন্যা রাশি: ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির জাতকদের জন্য আর্থিকভাবে অশুভ হতে চলেছে।  যে ব্যবসাই শুরু করুন না কেন, ব্যর্থতার আশঙ্কা আছে।  ঋণ পেতে সমস্যা হতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে, অনেক নতুন রোগ  শরীরকে বিব্রত করতে পারে।   কাশি, সর্দি, শরীর ঘন ঘন দুর্বল হয়ে পড়া, ক্রমাগত ব্যথা ভোগাতে পারে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে, অনেক অপ্রয়োজনীয় সম্পর্ক তৈরি হতে পারে যা পরবর্তীতে ঝামেলার কারণ হতে পারে।


মকর রাশি : এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের তাদের স্বপ্নের চাকরি পেতে অসুবিধা হতে পারেষ পদোন্নতি বা বেতন বৃদ্ধি আটকে যেতে পারে।  সুগার, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, হাঁটাচলার অসুবিধা ভোগাতে পারে।  স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। 


মঙ্গলবার এবং শনিবার এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?


বৃষ, কন্যা এবং মকর রাশির জাতকদের শনিবার পুজোআচ্চা করতে পারলে ভাল।  উপবাসও রাখা যেতে পারে শরীর বুঝে।  শনিদেবকে সরিষার তেল অর্পণ করলে, এই তিনটি রাশির উপর অশুভ প্রভাব হ্রাস পাবে।  এছাড়া হনুমানজির পুজোর দিন মঙ্গলবারে তাঁর পুজো করলে এই রাশির জাতকদের আশীর্বাদ মিলবে এবং  অশুভ ঘটনা ঘটবে না।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।