জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব গ্রহের মতো দেবতাদের গুরু বৃহস্পতিও নির্দিষ্ট সময় পর পর রাশি পরিবর্তন করেন। জ্যোতিষশাস্ত্রে গুরুগ্রহকে সুখ-সমৃদ্ধি, মান-সম্মান, জ্ঞান ও সম্পদের কারক গ্রহ বলে মনে করা হয়।

এবছর দেবগুরু বৃহস্পতি তিন বার গোচর করবেন

জ্যোতিষাচার্য অনীশ ব্যাসের মতে, বর্তমানে গুরু বৃষ রাশিতে বিরাজমান । এই গ্রহ মে মাস পর্যন্ত এই রাশিতেই উপস্থিত থাকবেন। কিন্তু ২০২৫ সালে গুরুগ্রহ বারবার রাশি পরিবর্তন করবেন। সাধারণত বৃহস্পতিকে একটি রাশি চক্র সম্পূর্ণ করতে প্রায় ১২ থেকে ১৩ মাস সময় লাগে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বছর গুরুগ্রহর গতি বেশি হওয়ার কারণে গুরুগ্রহ এক বা দুবার নয়, তিন-তিনবার রাশি পরিবর্তন করবেন। এর অর্থ হল এই বছর গুরুগ্রহর গতি তিনগুণ বেশি থাকবে। একে গুরুর অতিচারী বলা হয়।                   

২০২৫ সালে কখন কখন হবে গুরুর গোচর (Guru Gochar 2025 Date)          
প্রথম গোচর গুরুর প্রথম গোচর হবে ১৫ মে ২০২৫। এই দিন দুপুর ২:৩০ টায় গুরু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন।                                   
দ্বিতীয় গোচর গুরুর দ্বিতীয় গোচর হবে ১৮ অক্টোবর ২০২৫ রাত ০৯:৩৯ টায়। এই দিন মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্রমার অধিপত্যের রাশি কর্কটে প্রবেশ করবেন।
তৃতীয় গোচর ২০২৫ সালে গুরুর শেষ ও তৃতীয় গোচর হবে ৪ ডিসেম্বর রাত ০৮:৩৯ টায়। এই সময় গুরু বক্রি অবস্থায় বুধের অধিপত্যের রাশি মিথুনে প্রবেশ করবেন।

গুরু গোচর নিয়ে কোন কোন রাশিকে সাবধান থাকতে হবে

আগামী ১৪ মে   থেকে ১৮ মার্চ ২০৩৩ পর্যন্ত গুরুগ্রহ অতিচারী থাকবে। এইভাবে গুরুগ্রহ পুরো ৮ বছর তিনগুণ বেশি গতিতে চলবে। যার ফলে কিছু রাশিকে সাবধানে থাকতে হবে। এই রাশিগুলির মধ্যে বৃশ্চিক ও মকর, মীন রাশি অন্তর্ভুক্ত। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।