জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি হয়। বুদ্ধি, শিক্ষা, সন্তান এবং দান-পুণ্য ইত্যাদির সঙ্গে সম্পর্ক বৃহস্পতির। শনির পর গুরুগ্রহ মন্দ গতির গ্রহ, যা কোনও রাশিতে প্রায় ১২-১৩ মাস থাকে এবং তারপর অন্য রাশিতে গোচর করে। অবশ্য রাহু-কেতুও প্রায় দেড় বছর কোনও রাশিতে অবস্থান করে। কিন্তু এরা ছায়া গ্রহ।
১৪ মে গুরু গোচর হবে
১৪ মে গুরুগ্রহ গোচর করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশিতে গুরুর এই গোচর প্রায় ১২ বছর পর হল। ১৪ মে রাত প্রায় ১১ টা ২০ মিনিটে গুরু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে আসে বৃহস্পতি এবং ২০২৬ সালের জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে।
মিথুন রাশিতে গুরুর গোচর কেন বিশেষ
সাধারণত গুরুগ্রহ প্রতি ১২ মাসে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু মিথুন রাশিতে গুরুর আগমন অনেক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হল, গুরু সবেই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গেই গুরুগ্রহ অতিচারী হয়ে উঠেছে। । অর্থাৎ গুরুর গতিবেগ বেড়ে গিয়েছে। অতিচারী হয়ে গুরু এক বছরে তিনবার গোচর করবে। ১৪ মে গুরু গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করেছে। ৬ মাস এই রাশিতেই থাকবে। এরপর অক্টোবরে কর্কট রাশিতে চলে যাবে । ডিসেম্বরে আবার মিথুন রাশিতে ফিরে আসবে।
জ্যোতিষাচার্য নিখিল কুমার জানান, মিথুন রাশিতে গুরুর এই গোচর তাই বিশেষ হতে চলেছে। বৃহস্পতিকে উন্নয়ন ও বিকাশের গ্রহ বলে মনে করা হয়। এখন মিথুন রাশিতে এসে গুরুগ্রহ সারাবছর জাতকের, ব্যবহার নমনীয় করে তুলবে। মানসিক বিকাশ হবে। এই বছর শিক্ষা ও যোগাযোগের দিক থেকে উন্নতি হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গুরু অতিচারী হলে, অশান্তি, অস্থিরতা এবং বাধা বাড়ে। ফলে কোনও রাশির উপর ইতিবাচক, আবার কোনও রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে। বিভিন্ন জ্যোতিষীরা মনে করছেন, মেষ রাশি:গুরু গোচরের ফলে চাকরি সংক্রান্ত চাপ বাড়বে। বর্ধিত ব্যয় এবং অংশীদারদের সাথে সম্ভাব্য দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। কন্যা রাশি:গুরু গোচরের ফলে বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। কর্মজীবনে চ্যালেঞ্জ এবং আর্থিক সমস্যা আসতে পারে । বৃশ্চিক রাশি :স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে পেটের সঙ্গে সম্পর্কিত কিছু ভোগাতে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় হতে পারে। আর্থিক ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। মকর রাশি :এই গোচরের ফলে মকর রাশির কাজ বাড়বে। কর্মজীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তাদের ব্যয় এবং স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা উচিত। মীন রাশি :জীবনে ওঠানামা চলতেই থাকবে। চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকা উচিত।
মনে রাখতে হবে এগুলো সাধারণ ভবিষ্যদ্বাণী। যে কারও ভাগ্য নির্ভর করে ব্যক্তিগত জন্মতালিকা এবং অন্যান্য জ্যোতিষশাস্ত্রীয় কারণের উপর ভিত্তি করে ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।