Guru Purnima: হিন্দুধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে । প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা উৎসব। এই দিনটি গুরুকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তরা তাদের গুরুর পুজো করে থাকেব। এর পাশাপাশি এই দিনে মহাভারতের রচয়িতা ঋষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। এ কারণে একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই দিনে স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এবার গুরু পূর্ণিমা ২১ জুলাই। এই দিনে, গ্রহ এবং নক্ষত্রের একটি দুর্দান্ত মিলন ঘটছে, যার কারণে কিছু রাশির লোকেরা বিশেষ সুবিধা পেতেচলেছে । জেনে নেওয়া যাক কোন রাশির জন্য গুরু পূর্ণিমার দিনটি শুভ হবে ...

Continues below advertisement

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, গুরু পূর্ণিমার দিন সকাল ৫.৫৭টা থেকে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে , যা সারাদিন ধরে চলবে। এছাড়া উত্তরাষাঢ় নক্ষত্র ভোর থেকে মধ্য রাত ১২.১৪ পর্যন্ত চলবে। এই দিনে শুক্রাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। শশ রাজযোগও তৈরি হবে। অন্যদিকে, বৃষ রাশিতে বৃহস্পতি থাকার কারণে কুবের রাজযোগও তৈরি হচ্ছে। এর সঙ্গে সূর্য ও শনি ষড়ষ্টক যোগ সৃষ্টি করছে। 

বৃষ রাশি

Continues below advertisement

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গুরু পূর্ণিমার দিনটি খুব ভাল যাচ্ছে। মঙ্গল ও বৃহস্পতি এই রাশির ঊর্ধ্বমুখী ঘরে অবস্থান করছে । এই রাশির জাতক জাতিকারা তাদের মা-বাবার সঙ্গে ভাল সময় কাটাবেন। বিশেষ করে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকরি জীবীদেরও ভালো দিন আসতে চলেছে। অনেক নতুন সুযোগও পাওয়া যেতে পারে। এছাড়া নতুন কোনও সম্পত্তি বা যানবাহন কেনার স্বপ্নও পূরণ হতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। দাম্পত্য জীবনও ভাল যাবে। 

তুলা রাশি

সিংহ রাশির জাতকদের জন্য ও গুরু পূর্ণিমার দিনটি খুব ভাল যাচ্ছে। এই রাশিতে বুধ গ্রহ ঊর্ধ্বমুখী ঘরে অবস্থিত। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আপনি আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে অনেক প্রকল্প বা চুক্তি অর্জন করতে পারেন। সমাজে সম্মান বাড়বে। আপনার কর্মজীবনের ক্ষেত্রে  অনেক সুবিধা পাবেন। আপনার কাজের প্রশংসা করা হবে। ব্যবসায়ও প্রচুর লাভ হতে চলেছে। আপনার করা বিনিয়োগ এখন ভাল রিটার্ন দিবে। 

আরও পড়ুন, রাশিতে বসে চাঁদ, গুরু পূর্ণিমার দিনেই উজ্জ্বল ভাগ্য, রাজযোগে বাম্পার সুযোগ হাতে

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে