কলকাতা: আজ ১৫ নভেম্বর, শুক্রবার। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): সাফল্য আসতে পারে। কাজের কারণে বাড়বে ক্লান্তি। দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে। পরিবারের কারও কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা। কাউকে টাকা ধার দিলে ফেরত পাবেন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন, তাতে মন ভাল থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): আয় বাড়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের থেকে কোনও উপহার পেতে পারেন। ঝুঁকি নিয়ে কোনও কাজ করবেন না। তাতে কাজ শেষ করার ক্ষেত্রেও সমস্যা হবে। যাঁরা চাকরি করছেন তাঁরা সাফল্য পাবেন। কাজের চাপ বাড়বে। অপ্রয়োজনীয় কথা বলবেন না।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): আয় বাড়বে। কর্মক্ষেত্রে থাকবে ব্যস্ততা। সঙ্গীর সময় এবং সমর্থন পাবেন। আপনার ব্যবহার এবং আচরণে সবাই খুশি থাকবে। দীর্ঘদিন ধরে কোনও সমস্যা থাকলে তা মিটে যাবে। কাজের প্রয়োজনে কোথাও ঘুরতে যেতে হতে পারে। বাড়ির কাজে মন দিতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ঝুঁকি নিয়ে কাজ করলে বিপদ বাড়বে। কাজের প্রয়োজনে কোনও সহকর্মীর থেকে সাহায্য নিতে হতে পারে। ভাইবোনকে পাশে পাবেন। কোনও কাজে বাধা এলে তা কেটে যাবে। বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে। অফিসের কাজের পাশাপাশি, অন্যান্য কাজও করতে হতে পারে। শত্রুপক্ষর থেকে সাবধান।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): আয়ের দিক থেকে ভাল দিন। সঙ্গীর সঙ্গে বাড়বে বিবাদ। সহকর্মীর সঙ্গে কোথাও যেতে পারেন। সহকর্মীদের থেকে উপহার পেতে পারেন। আয়ের পথ প্রশস্ত হবে। মন ভাল থাকবে। মানসিক চাপ থেকে মুক্ত হবেন। সন্তানকে সময় দিতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সৃজনশীল কাজে মন দিতে পারবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। স্টক মার্কেটের কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বেশি সতর্ক হতে হবে। আপনার সাহায্য চাইতে পারেন কেউ। ব্যবসায় বড় টেন্ডার পেতে পারেন। উন্নতির পথে বাধা এলে তা কেটে যাবে। বিনিয়োগের জন্য ভাল সময়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।