কলকাতা: সোমবার ১১ অগাস্ট কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): নতুন প্রোজেক্টের কাজ করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগের জন্য সঠিক সময়। পরিকল্পনা লাভজনক হবে। আর্থিক লাভ হবে। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। অংশীদারিত্বের ব্যবসায় সাফল্য সম্ভব। বাড়ির জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। সম্পর্কের উপর আস্থা বৃদ্ধি পাবে।

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বুদ্ধিমানের সঙ্গে লেনদেন করুন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। শিক্ষার ক্ষেত্রে পুরানো বিষয়গুলি পর্যালোচনা করুন। পরিবারের মধ্যে সম্প্রীতির পরিবেশ থাকবে।                                                       

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): দলগত কাজ ভাল ফলাফল আসবে। নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা। ব্যয় নিয়ন্ত্রণে রাখবেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। বিবাদ মিটবে। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।              

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কেরিয়ারে পদোন্নতির সম্ভাবনা সোমবার। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। শিক্ষার ক্ষেত্রে কঠিন বিষয় সহজ হবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। তাতে মন ভাল থাকবে।                                  

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। আর্থিক অপচয় এড়িয়ে চলুন। পড়াশোনায় আরও বেশি মন দিতে হবে। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। সম্পর্কের মধ্যে বিবাদ বাড়তে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।