কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার ১৩ মার্চ। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): অসমাপ্ত কাজ শেষ হবে। জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানতার সঙ্গে পরিচালনা করা দরকার। নতুন কাজ করার পরিকল্পনা করতে পারেন। কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা করবেন।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): সম্পত্তি কিনতে পারেন। আইনি বিষয় সমাধান হবে। কোনও কাজ নিয়ে কোনও উত্তেজনা থাকলে তাও দূর হবে। উদ্বেগ থেকে অনেকাংশে মুক্তি পাবেন। সহকর্মীর সঙ্গে ভেবেচিন্তে কথা বলতে হবে। লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): লুকানো শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে। সম্পদ বৃদ্ধির কারণে সুখের কোনও সীমা থাকবে না। কাজ স্থগিত করা এড়াতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে স্ত্রী পরামর্শ নিতে পারেন। চিন্তা করে বিনিয়োগ করা উচিত।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): আশেপাশের পরিবেশ মনোরম থাকবে। যে কোনও ইচ্ছে পূরণ হতে পারে। শখের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটবে। কিছু নতুন মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পাবেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): সন্তানরা চাকরির জন্য কোথাও যেতে পারে। কারও কথায় প্রভাবিত হবেন না। কোনও কাজের জন্য পরিকল্পনা করেন, তাহলে তা ভাল হবে। রাজনীতির কাজে জড়িতদের মনোযোগ দিতে হবে। বিবাহিত জীবনের সমস্যা মিটবে। মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন। চাকরি যাঁরা খুঁজছেন তাঁদের জন্য ভাল দিন। ধৈর্য এবং সাহসের সঙ্গে কাজ করতে হবে। প্রফেশনাল কোর্স করলে তাতে লাভ হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী হওয়ার সম্ভাবনা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।