কলকাতা: আগামীকাল ১৪ জুলাই, সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। আচরণ এবং কাজ অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসা শুরু করতে চাইলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অর্থ সম্পর্কিত বিষয়ে লাভের মুখ দেখবেন। পড়াশোনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আলসেমি এড়িয়ে চলুন এবং সময়ের সদ্ব্যবহার করুন। কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): বিবাহিত জীবনে মাধুর্য থাকবে। চাকরির ক্ষেত্রে ধৈর্য্য ধরুন। ব্যবসায়িক কাজকর্ম ধীর গতিতে হবে। ঘরের প্রয়োজনে কিছু কেনার সম্ভাবনা রয়েছে। বুদ্ধিমানের সঙ্গে ব্যয় করুন।  সন্তানদের সমস্যায় পাশে থাকতে হবে। পড়াশোনায় মনোযোগ থাকবে। স্ত্রীর সমর্থন পাবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মানসিক শান্তি পাবেন। 

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও বিভ্রান্তির সমাধান হবে। যা মনকে হালকা রাখবে। আয়ের পথ বাড়ানোর চেষ্টা করতে হবে। ব্যয় সীমিত রাখুন এবং অপ্রয়োজনীয় বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চলুন। কোনও বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে। লেনদেনে সতর্ক থাকুন। পড়াশোনায় মনোযোগ দেবেন। সম্পর্কের উন্নতি হবে। প্রতিবেশীদের সঙ্গে সমন্বয় ভাল থাকবে।

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): নিয়মে বাঁধা থাকলে সময়মতো কাজ সম্পন্ন হবে। কাজে মনোনিবেশ করলে ভবিষ্যতে লাভ হবে। পার্টনারশিপে কাজ করতে যান। আর্থিক বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিন। কঠিন বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য আচরণে ভদ্র হোন।

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। নয়া চুক্তিতে সই করতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের কোনও সদস্যের সাফল্যের কারণে আনন্দের পরিবেশ থাকবে।

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): অফিসে কাজের চাপ থাকবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। প্রয়োজনে অগ্রাধিকার দিন। পড়াশোনার ক্ষেত্রে সাহায্য় নিন ভাইবোনের। পরিবারে সম্প্রীতি বজায় রাখা গুরুত্বপূর্ণ।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।