কলকাতা: আগামীকাল ২৪ জুলাই, বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): অন্যের কাজের প্রতি মন দিতে গিয়ে নিজের কাজের ক্ষতি হবে। ব্যবসায় শত্রুদের থেকে সাবধান থাকুন। কাজে বাধা আসতে পারে। পড়াশোনায় আরও বেশি মন দিতে হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): কর্মক্ষেত্রে পরিবেশ সহযোগিতামূলক হবে। বাড়িতে অতিথিদের আগমনে পরিবেশ খুশি হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। সতর্ক থাকতে হবে। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বিবাহিত জীবন মধুর হবে।                                     

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): কাজের চাপ বাড়বে। ব্যস্ততা থাকবে দিনভর। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকুন। অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে ব্যয়ও হবে। কঠোর পরিশ্রমেরৃ করলে তবেই সাফল্য পাবেন। স্ত্রী আপনার কাজে রাগ করতে পারেন। 

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): আর্থিকভাবে ভাল দিন কাটবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে লাভ সম্ভব। পারিবারিক সিদ্ধান্তে আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলুন। স্বামীর কাছ থেকে সহায়তা পাবেন।                                 

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কাজে সাফল্য পাবেন। ক্লান্ত বোধ করতে পারেন। ব্যবসায় বিনিয়োগে সতর্ক থাকুন। টাকা আটকে যেতে পারে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।   

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সৃজনশীল কাজে আগ্রহ থাকবে। ধার করা টাকা ফেরত পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করুন। এতে ক্ষতি এড়াতে পারবেন। পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। প্রেমের সম্পর্কে মতপার্থক্য হতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।