কলকাতা: আগামীকাল ২৮ জুলাই, সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): কাজে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পড়াশোনা এবং কাজ উভয়ের দিকেই মনোযোগ দেওয়া উপকারী হবে। ব্যবসায় বন্ধুর সাহায্য পাবেন। আয় বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভাল হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন।

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): পেশাগত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পুরানো প্রকল্প বা কাজে লাভবান হবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অর্থ সঠিকভাবে ব্যবহার করুন। পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। কঠোর পরিশ্রম করে এগিয়ে যাবেন। পারিবারিক সমস্যা মিটবে।                             

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): রাগ নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় বন্ধুর সাহায্যে আয় হবে। ব্যয় বৃদ্ধি হলেও আর্থিক অবস্থার উন্নতি হবে। পড়াশোনায় বাধা আসবে। মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। পরিবারে সম্প্রীতি বজায় রাখুন।

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): চাকরিতে পরিবর্তন বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক লাভ হতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্য ভাল থাকবে।                                             

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে। তবে সাফল্যও পাবেন। বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। আয় বৃদ্ধি পাবে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাহায্য পাবেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আয়ের নতুন উৎস পাবেন।পড়াশোনায় অগ্রগতি হবে। ভাইদের সঙ্গে মতবিরোধের পরিস্থিতি হতে পারে।         

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।