কলকাতা: আগামীকাল ৭ মে। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): প্রতিপক্ষ আপনার অগ্রগতিতে হিংসে করতে পারে। অন্যদের সাহায্য করার জন্যও প্রস্তুত থাকবেন। ফলে সামাজিক প্রভাব বৃদ্ধি করবে। চাকরিতে কাজের চাপ থাকতে পারে। কিছু নতুন দায়িত্বও পেতে পারেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। চাকরির চেষ্টা করলে ফল পাবেন।            

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): পরিবারের সঙ্গে আনন্দের পরিবেশে সময় কাটাবেন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন। বিপদে স্ত্রীকে কাছে পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন। আনন্দের সঙ্গে দিন কাটবে। স্ত্রীর কাছ থেকে সুবিধা এবং সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ থাকবে। চাকরিতে ঊর্ধ্বতন কারও আশীর্বাদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্যবান জিনিস পেতে পারেন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। 

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): সম্মান, পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যাঙ্ক থেকে লোন নিলে তা সহজেই মিলবে। বিরোধীদের থেকে সতর্ক থাকা প্রয়োজন।  তাড়াহুড়ো করে এবং আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। 

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কঠোর পরিশ্রমের ফল পাবেন। রাজনীতিতে প্রভাব বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে আনন্দে ভরা সন্ধে কাটবে। ব্যবসায় ভালো অর্থ উপার্জন হবে। প্রযুক্তিগত সমস্যাও দেখা দিতে পারে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। পেটের সমস্যা হতে পারে।

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে দিন কাটবে।  ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে তা থেকে সমাধান মিলবে। প্রতিকূল পরিস্থিতিতে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ করে সময় কাটাতে পারবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।