কলকাতা: আগামীকাল ৯ জুন। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন মেষ থেকে কন্যার রাশিফল।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): ব্যয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ দিন। সঙ্গীকে সময় দিন। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হতে পারেন। হঠাৎ কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। ভাইদের পরামর্শের প্রয়োজন হবে। সন্তান সুসংবাদ শোনাতে পারে। 

বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): কাজের অগ্রগতি হবে। ভেবে কাজ করতে হবে। রাগের বশে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যার মুখোমুখি হতে পারেন। চাকরিতে কোনও সমস্যার সম্মুখীন হলে তা থেকেও মুক্তি পাবেন। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। তাতে মন খুশি থাকবে। 

মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): চাপে কাটতে পারে দিন। সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তায় থাকবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। কাজে অসাবধান হবেন না, অন্যথায় সমস্যা হতে পারে। অনেক দিন পর কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে।

কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): সমস্যায় কাটবে দিন। পরিবারের কোনও সদস্যের খারাপ লাগতে পারে। শারীরিক সমস্যা থাকলে তা কেটে যাবে। আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত থাকবেন। ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।। সন্তানের পুরস্কার পাওয়ার কারণে খুশির পরিবেশ থাকবে। পার্টির আয়োজন করা যেতে পারে।

সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): ব্যস্ততায় ভরা থাকবে দিন। কর্মক্ষেত্রে কিছু ঘটলে মন খারাপ থাকনে। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে দৌড়াদৌড়ি করতে হবে। ভাল অর্থ উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে।           

কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। বাকি থাকা কাজ নিয়ে চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে প্রতারণা করতে পারে। তাই সতর্ক থাকতে হবে। নিজের চেয়ে অন্যের কাজের উপর বেশি মনোযোগ দেবেন। তাতে সমস্যা হতে পারে। অতীতে নেওয়া কোনও সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হবেন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।