কলকাতা: আগামীকাল ১০ ফেব্রুয়ারি। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষমতার উন্নতি হবে। কাজে গতি দেখাতে পারবেন। একের পর এক সুসংবাদ শুনতে পাবেন। ব্যবসার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচে পারে। অংশীদারিত্বের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে পা ফেলতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। কোনও প্রিয় জিনিস হারিয়ে গেলে তা ফিরে পাবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): পরিকল্পনা লাভজনক হবে। গাড়ি ব্যবহার না করাই ভাল। কাজের বিষয়ে কিছু ভাইবোনে পরামর্শ দিতে পারেন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্তান আপনার কাছে কিছু চাইতে পারে। সেই দাবি পূরণ করতে হবে। ব্যয়ও কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কাজে উৎসাহ বাড়বে। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে হবে। অকারণে রাগ করবেন না। বড় সাফল্য অর্জন করতে পারেন। পড়াশোনায় ফাঁকি দিলেই বিপদ। হঠাৎ আর্থিক সুবিধা পেয়ে মন খুশি থাকবে। গুজবে কান দেবেন না।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): নতুন কোনও কিছু চেষ্টা করলে হাতেনাতে ফল পাবেন। কথা বলার আগে ভাবকে হবে। কাজ উপেক্ষা করবেন না। মনের যে কোনও ইচ্ছে পূরণ হতে পারে। বিয়ে পাকা হতে পারে। আচরণে মিষ্টিভাব বজায় রাখতে হবে। কারও কথা শুনে খারাপ লাগতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিপক্ষকে সহজেই হারাতে পারবেন। শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সাফল্য পাবেন। কাজে কোনও পরিবর্তন আনলে শত্রুরা এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ছোটদের ভুল ক্ষমা করতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): লক্ষ্যে স্থির থাকতে হবে। সাহস বাড়বে। প্রভাব বৃদ্ধি পাবে। সন্তানের কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। কাজ সহজেই সম্পন্ন হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।