কলকাতা: আগামীকাল ২০ জানুয়ারি। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): ব্যবসার দিক থেকে শুভ দিন। বাকি থাকা কাজ শেষ হবে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার মনের কথা বলতে পারেন কোনও বন্ধুকে। দীর্ঘদিন ধরে কোনও কাজ বাকি থাকলে তা শেষ হবে। আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): নতুন কাজ শুরুর জন্য ভাল দিন। ধর্মীয় কাজের জন্য কোথাও যেতে হতে পারে। আগের থেকে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বাবা মায়ের আশীর্বাদে দীর্ঘদিন ধরে বাকি থাকা কাজ শেষ হবে। কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে। কাজের প্রয়োজনে কোনও বন্ধুর থেকে সাহায্য চাইলে তা পেয়ে যাবেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): সমস্যায় কাটবে দিন। পারিবারিক বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন। তাতে মনও শান্ত হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। সঙ্গীর সঙ্গে বিবাদে মন খারাপ। কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য পাবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): মজায় কাটবে দিন। পছন্দের জিনিসে অনেক টাকা ব্যয় হতে পারে। ভবিষ্য়তের প্রয়োজনে টাকা বিনিয়োগ করতে হবে। তবে তা কাউকে বলবেন না। কোনও ঝুঁকি নিলে আর্থিক ক্ষতি হতে পারে। সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ হলে তা মিটে যাবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কাজের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। আগের থেকে স্বাস্থ্য থাকবে ভাল। কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হলে তা চলে যাবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): ভাল কাটবে দিন। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাবেন। আপনার বিপদে পাশে পাবেন স্ত্রীকে। পার্ট টাইম কাজের হদিশ মিলবে। কারও থেকে টাকা ধার নিলে তা ফেরতও দিয়ে দিতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।