কলকাতা: নতুন বছরে একাধিক নতুন যোগ তৈরি হতে চলেছে। একাধিক গ্রহেরও স্থানান্তর হবে। যার প্রভাব পড়বে রাশিচক্রেও। ২০২৫ সালে মঙ্গল গ্রহের সবচেয়ে বেশি প্রভাব থাকবে। এই গ্রহের প্রভাবে ৮ মূলাঙ্কের জাতকদের জীবনে মিশ্র পরিবর্তন পরিলক্ষিত হবে। 


নতুন বছরে কখনও লাভ হবে, আবার কখনও লোকসানের শিকার হতে পারেন। উল্লেখ্য, যে জাতকদের জন্মদিন ৮, ১৭ ও ২৬ তারিখে, তাঁরা ৮ মূলাঙ্কের জাতক। এই সংখ্যার অধিপতি গ্রহ শনি। তাই জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এই মূলাঙ্কের জাতকদের।  ২০২৫ সালে ৮ মূলাঙ্কের জাতক দের সময় কেমন কাটবে, জেনে নেওয়া যাক।


সংখ্যা জ্যোতিষ গণনা অনুযায়ী নতুন বছর চাকরি ও টাকাপয়সার দিক দিয়ে খুবই ভালো। চাকরিজীবী জাতকদের উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের মুনাফা সম্ভব। তবে অধিক পরিশ্রম করতে হবে। অর্থ আগমন ভালো হবে। প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন। অন্য় দিকে ব্যবসায়ীরা যে ডিল চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ছিলেন, তা সফল না-হওয়ায় হতাশ হয়ে পড়বেন। চাকরিজীবী জাতকদের পদোন্নতির সম্ভাবনা আরও দৃঢ় হবে।


সংখ্যা জ্যোতিষ বলছে ২০২৫ সাল ৮ মূলাঙ্কের জাতকদের মিশ্র পরিণাম প্রদান করবে। এ বছর কখনও অধিক পরিশ্রম করতে হবে, আবার কখনও অত্যাধিক কাজ করতে হতে পারে। শনির ধীরগতি এই মূলাঙ্কের জাতকদের স্বভাবকে প্রভাবিত করতে পারে। আলস্য অনুভব করবেন। মন চঞ্চল হবে। কখনও ধৈর্যবান হবেন আবার কখনও অলস।


২০২৫ সালে ৮ মূলাঙ্কের জাতকদের জীবনে ৮, ৯, ১, ৭ ও ৫ সংখ্যার বিশেষ প্রভাব থাকবে। ৮ সংখ্যাটি আপনাদের জন্য শুভ, কিন্তু ১ সংখ্যা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তাই পরিশ্রমের পাশাপাশি সতর্কতাও অবলম্বন করতে হবে এই মূলাঙ্কের জাতকদের। ২০২৫ সালে ছোটখাটো সমস্যার পর পরিশ্রম করলে সহজে সাফল্য লাভ করতে পারবেন এই মূলাঙ্কের জাতকরা।


এ বছর প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় বের করতে হবে ৮ মূলাঙ্কের জাতকদের। পেশাগত জীবন ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কোনও বড়সড় সমস্যা উৎপন্ন হবে না। প্রেমীকে সময় দিতে হবে। এই কাজ করলে সম্পর্ক ভালো থাকবে। সুখী দাম্পত্য জীবনের জন্য জীবনসঙ্গীর সঙ্গে বসে পুরনো বিষয়ে আলোচনা করুন, তা না-হলে জীবনসঙ্গী রেগে যেতে পারেন।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে