কলকাতা: ঢাকি কাঠি পড়ে গিয়েছে। পুজোর সপ্তাহে (৬ থেকে ১৩ সপ্তাহ) কেমন কাটবে আপনার দিনগুলি? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কোনও কাজ শেষ করার ভাবনা থাকলে তা শেষ হবে। নতুন কাজের ধরনে অনুপ্রাণিত হবেন। বন্ধু এবং আত্মীয়দের সমর্থন পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের প্রয়োজনে বিদেশে যেতে পারেন। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): এসপ্তাহে নতুন কিছু পেতে পারেন। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। ধর্মীয় কাজে উৎসাহ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারেন। আপনার সব কাজে সমর্থন পাবেন স্ত্রীর। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সব কিছু সামলে নিতে পারবেন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কোনও চক্রান্তের শিকার হতে পারেন। স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে পরামর্শ নিতে হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): দুশ্চিন্তায় কাটবে এই সপ্তাহ। অর্থের দিক থেকে তেমন কোনও পরিবর্তন নেই। পারিবারে পারস্পরিক সম্মান বজায় থাকবে। যদিও আপনার সব কথায় সম্মতি নাও পেতে পারেন। স্ত্রী এবং সন্তানের সাফল্য আসতে পারেন। কারও থেকে টাকা ধার নিতে হতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। আরও বেশি নজর দিতে হবে সন্তানের দিকে। সম্পত্তি, গাড়ি কিনতে পারেন। কোনও প্রিয়জনের থেকে খারাপ খবর শুনতে পারেন। সবমিলিয়ে ভাল মন্দ মিশিয়ে কাটবে দিন। শত্রুদের থেকে সাবধান হতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কোনও ভাল খবর পেতে পারেন। বাড়ি কিনতে পারেন। জমি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে ভাল সপ্তাহ। পারিবারিক বিবাদ থাকলে তা মিটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় কাজে যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ছাত্ররা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।